ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ভূমিকম্পে নিহত তিন শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৩
পাকিস্তানে ভূমিকম্পে নিহত তিন শতাধিক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলছে। সর্বশেষ ৩০৬ জন নিহতের খবর জানিয়েছে পাকিস্তানের দৈনিক ‘ডন’ অনলাইন।

আহত হয়েছে শতাধিক মানুষ। এছাড়া হাজার হাজার মানুষ খোলা স্থানে থাকছেন।
 
৭ দশমিক ৭ মাত্রার ওই ভূমিকম্পটি মঙ্গলবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ২০ কিলোমিটার গভীরে।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মির্জা কামরান জিয়া বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

স্থানীয় কর্মকর্তারা জানান, হতাহতের ঘটনা বেশিরভাগ ঘটেছে আওয়ারান শহরের লেবাচে। অনেকে ধসে যাওয়া ভবনগুলোতে আটকা পড়েছেন বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

বেলুচিস্তানের মূখ্যমন্ত্রী ড. আব্দুল মালিক বেলুচ ভূমিকম্পের পর আওয়ারান সহ পাঁচটি শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের ডেপুটি স্পিকার আবদুল কাদ্দেস জানান, ধসে যাওয়া ঘরবাড়ির কমপক্ষে ৩০ শতাংশ আওয়ারান জেলার।

পাকিস্তানের এক মিনিট স্থায়ী ওই ভূমিকম্পের তীব্রতায় ভারতের রাজধানী নয়াদিল্লিও কেঁপে ওঠে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ পুরো বেলুচিস্তান এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে

এছাড়া, পার্শ্ববর্তী সিন্ধ প্রদেশসহ করাচি, হায়দরাবাদ, জাকোবাবাদ, খাইরপুর এবং নৌশেরো ফিরোজ শহরও ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৩
জেডএস/কেএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।