ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যুক্তরাষ্ট্রে চারদিনের সফরে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে বৈঠক করবেন। এ সফরে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাথেও বৈঠক করবেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।
নিউইয়র্কে জাতিসংঘের ৬৮ তম অধিবেশনে যোগ দিতে দেশত্যাগের পূর্বে বুধবার সকালে এক বিবৃতে মনমোহন বলেন, ‘গত কয়েক দশকে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বৈশ্বিকভাবে কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছে। ’
সফর নিয়ে তিনি আরও বলেন, ‘নিউইয়র্ক সফরে আমি বাংলাদেশ, নেপাল, পাকিস্তানের মতো প্রতিবেশী দেশের নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চাই। ’
ধারণা করা হচ্ছে, ওবামার সাথে বৈঠকে দু’দেশের বেসামরিক পারমাণবিক চুক্তির বিষয়টি প্রাধান্য পাবে। শুক্রবার এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এ বৈঠকে ওবামা ও মনমোহন পারমাণবিক চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আলোচনা করবেন। পারমাণবিক চুক্তি ছাড়াও দুই দেশের প্রতিরক্ষা ও বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। ১৯৫৫ সালের ৯ বিলিয়ন মার্কিন ডলার থেকে এ বছর ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৃদ্ধি ১’শ মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
বৈঠকে আগামী বছর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পরবর্তী অবস্থাও নিয়েও আলোচনা করবেন ওবামা ও মনমোহন। সূত্রে জানা গেছে, আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার নিয়ে উদ্বিগ্ন ভারত। দেশটি এখন পর্যন্ত আফগানিস্তানে ২ বিলিয়ন অর্থ সহায়তা দিয়েছে। তারা আশঙ্কা করছে সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে আবারও তালেবানের উত্থান ঘটবে।
এদিকে মনমোহন ও নওয়াজের বৈঠকটি রোবববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত দুই বছর ধরে ভারত ও পাকিস্তানের শান্তি আলোচনা স্থগিত রয়েছে। মনমোহন-নওয়াজ বৈঠকে কাশ্মির সমস্যাই প্রাধান্য পাবে। কাশ্মির নিয়ে দুই দেশের মধ্যেই চরম উত্তেজনা বিরাজমান। বৈঠকের মাধ্যমে এ সমস্যা সমাধানের একটি রাস্তা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৩
কেএইচকিউ/বিএসকে