আগরতলা (ত্রিপুরা): বুধবার ত্রিপুরায় উদ্বোধন হল ভারতের উত্তরপূর্বাঞ্চলের সবচেয়ে বড় মিউজিয়ামের। উদ্বোধন করলেন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারী।
আগে ত্রিপুরার স্টেট মিউজিয়াম ছিল পোস্ট অফিস চৌমুহনীতে। সেখান থেকে সরিয়ে মিউজিয়াম এবার আনা হয়েছে রাজবাড়ী উজ্জ্বয়ন্ত প্রাসাদে। আরও বড় পরিসরে সাজিয়ে তোলা হয়েছে মিউজিয়ামটি।
১৯০১ সালে তৎকালীন মহারাজা রাধাকিশোর মানিক্য তৈরি করেন এই রাজবাড়িটি। যা গোটা উত্তরপূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে সুন্দর স্থাপত্য। এই রাজবাড়িতেই আগে বসতো রাজ্য বিধানসভা। বিধানসভা এখান থেকে সরে যাবার পর একে জাদুঘর হিসাবে গড়ে তোলার প্রস্তুতি নেয়া হয়।
দুপুরে ত্রিপুরা পৌঁছে স্টেট গেস্ট হাউজে আসেন উপরাষ্ট্রপতি হামিদ আনসারী। সেখানে তাকে দেয়া হয় গার্ড অব অনার। সেখান থেকে দুপুর সাড়ে বারোটায় তিনি এসে পৌঁছান উজ্জ্বয়ন্ত প্রাসাদ চত্বরে। সেখানে আগে থেকেই ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ রাজ্য মন্ত্রিসভার সব সদস্য।
এরপর উজ্জ্বয়ন্ত প্রাসাদে নতুন কলবরে সেজে ওঠা স্টেট মিউজিয়ামের উদ্বোধন করেন হামিদ আনসারী। মিউজিয়াম উদ্বোধনের পর তিনি ঘুরে দেখেন গোটা জাদুঘরটি।
উজ্জ্বয়ন্ত প্রাসাদ লাগোয়া আগরতলা টাউন হলে আয়োজিত আলোচনা সভা বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার ভূয়সী প্রশংসাও করেন হামিদ আনসারী।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৩
আরআই/এমজেডআর