ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পের পর পাকিস্তানে নতুন দ্বীপের উদ্ভব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৩
ভূমিকম্পের পর পাকিস্তানে নতুন দ্বীপের উদ্ভব

ঢাকা: পাকিস্তানের বেলুচিস্তানে মঙ্গলবার সন্ধ্যায় রিখটার স্কেলে ৭.৭ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে বর্তমানে তিনশ ২৮ জন হয়েছে।

এদিকে, ভূমিকম্পের একদিন পর হঠাৎ করেই সাগর গোয়াডার বন্দরের  উপকূলে নতুন একটি দ্বীপের উদ্ভব হতে দেখেছেন এলাকাবাসী।



এরপর এলাকাবাসী কৌতূহল নিয়ে দ্বীপে উপস্থিত হন। তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে জানান, দ্বীপটি দুইশ মিটার লম্বা আর প্রস্থে একশ মিটার। উচ্চতায় ২০ মিটার।

তবে পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, এর আগেও এভাবে দ্বীপের উদ্ভব হয়েছে এবং পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে তা আবার সাগরে মিলিয়েও গেছে।

উল্লেখ্য, বেলুচিস্তান প্রদেশ হিসেবে পাকিস্তানের সবচাইতে বড় প্রদেশ। কিন্তু লোকসংখ্যার দিক থেকে এখানে আবার তুলনামূলক কম মানুষের বসবাস।

মঙ্গলবারের ভূমিকম্পে পাকিস্তানের বেলুচিস্তানের ছয় জেলার ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। তিন লাখেরও বেশি মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আহত হয়েছেন চারশ ৪০ জনের মতো। ডালবেদি গ্রামের প্রায় আড়াইশ ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে ভূমিকম্পে।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৩
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।