ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পেরুতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫২, সেপ্টেম্বর ২৬, ২০১৩
পেরুতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ পেরুর দক্ষিণাঞ্চলীয় উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ মাত্রা।

তবে এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুর ১১টা ৪২ মিনিটে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কারাভেলি’র শহর আকারি’র ৫০ কিলোমিটার দক্ষিণে ভূগর্ভের ৪৬ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পে এ অঞ্চলের বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আকারি শহরের মেয়র সান্তিয়াগো নেইরা জানিয়েছেন, অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে। দেওয়াল ধসে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া আকারি শহরের একজন স্থানীয় বাসিন্দা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, একটি পাহাড় ধসে পড়ায় এ অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

এছাড়া, উৎপত্তিস্থল থেকে প্রায় অর্ধ হাজার কিলোমিটার দূরে রাজধানী লিমাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

পেরুর জাতীয় বেসামরিক নিরাপত্তা পরিদপ্তরের প্রধান আলফ্রেডো মুরগুয়েতিও জানিয়েছেন, ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৩
এইচএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।