কলকাতা: কলকাতায় বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তৃতীয় ‘বাংলাদেশ বইমেলা’। বুধবার কলকাতাস্থ বাংলাদেশ উপ হাই কমিশনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে একথা জানান বাংলাদেশর উপ হাই কমিশনার আবিদা ইসলাম।
কলকাতার নন্দন-রবীন্দ্র সদন চত্বরে অবস্থিত গগনেন্দ্র প্রদর্শনশালায় অনুষ্ঠিত এই বইমেলায় বাংলাদেশ থেকে মোট ২৮টি প্রকাশনী সংস্থা আসবে বলে সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশর উপ হাই কমিশনার আবিদা ইসলাম, প্রেস সচিব কাজি মোস্তাক জয়ীর, বাণিজ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক উমর ফারুক, অ্যাকাডেমি অ্যান্ড ক্রিয়েটিভ পাবলিশার্স অ্যাসোসিয়েশানের সভাপতি ওসমান গনি এবং মেলার আহ্বায়ক ফরিদ আহমেদ প্রমুখ।
২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই বইমেলা চলবে ২ অক্টোবর পর্যন্ত। রোববার ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত বই প্রেমিদের জন্য উন্মুক্ত থাকবে এ মেলা। রোববার মেলা শুরু হবে দুপুর ১২টা থেকে।
বই মেলার নির্ঘণ্ট প্রকাশ করে বাংলাদেশর উপ হাই কমিশনার আবিদা ইসলাম জানান, এই ধরনের পদক্ষেপ দুই দেশের সাংস্কৃতিক মেলবন্ধনে সহায়ক হবে।
গত দুই বছর পাঠকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া গিয়েছিল জানিয়ে তিনি বলেন, আগামী দিনে একটি স্থায়ী পুস্তক বিপণী তৈরি করার পরিকল্পনা রয়েছে।
এছাড়াও তিনি ঘোষণা করেন এই বছরের বই মেলায় ২৫% হারে বিশেষ ছাড় পাওয়া যাবে।
বৃহস্পতিবার মেলার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ পবিত্র সরকার। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রালয়’র সচিব ড. রঞ্জিত কুমার বিশ্বাস, শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বাংলা একাডেমীর মহা পরিচালক শামসুজ্জামান খান, বাংলাদেশর উপ হাই কমিশনার আবিদা ইসলাম প্রমুখ।
আবিদা ইসলাম বইমেলাকে সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ০৬২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৩
ভিএস/এসএটি/আরআইএস