ঢাকা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৬ সেনা ও ৪ পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে অনেকে।
বৃহস্পতিবার সকালে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, একটি সেনানিবাস ও একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা জানান, বিচ্ছিন্নতাবাদীরা প্রথমে জম্মুর কাঠুয়া জেলার হিরানগর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ৪ পুলিশ সদস্য ও ২ জন বেসামরিক নাগরিককে হত্যা করে একটি ট্রাকে করে পালিয়ে যায়। তারপর পার্শ্ববর্তী সাম্বা জেলার একটি সেনানিবাসে হামলা চালিয়ে ৬ সেনা সদস্যকে হত্যা করে।
তবে সেনাবাহিনীর পোশাক পরে সেনানিবাসে হামলা চালানোয় পরিস্থিতি বুঝে উঠতে পারেননি কর্মকর্তারা। এ কারণে সেনানিবাসের হামলায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৩
এইচএ/বিএসকে