ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাগদাদে বোমা হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, সেপ্টেম্বর ২৬, ২০১৩
বাগদাদে বোমা হামলায় নিহত ২২

ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদের উত্তর ও দক্ষিণাঞ্চলে দুটি পৃথক বোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারের এসব হামলায় কমপক্ষে ২২ জন নিহত ও প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন।



স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাগদাদের উত্তরে সাবা আল-বুর এলাকায় চারটি বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত হন। এ হামলায় ৪০ জনের বেশি জন আহত হন। অন্যদিকে বাগদাদের দক্ষিণের দোরা জেলার একটি বাজারে বোমা বিস্ফোরণে ৭ জন নিহত ও অনেকে আহত হয়েছেন।

সম্প্রতি ইরাকজুড়ে সাম্প্রদায়িক হামলা বেড়ে গেছে। ২০০৮ সালের পর থেকে এ হামলার মাত্রা চলতি বছরে সর্বোচ্চ হয়েছে। এ বছর ইরাকজুড়ে সহিংসতায় কমপক্ষে পাঁচ হাজারের বেশি জন নিহত হয়েছে, আগস্ট মাসেই নিহত হয়েছেন ৮০০ জন।

বাগদাদরে উত্তরে সুন্নি মুসলিমদের সরকারবিরোধী বিক্ষোভ শিবিরি সেনা অভিযানের পর দেশটি সহিংসতা বেড়ে গেছে।
সিরিয়া সংকটও দেশটিতে সহিংসতার বাড়ার পেছনে ভূমিকা রাখছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৩
এসএফআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।