ঢাকা: জাতিসংঘ সমর্থিত হাগের একটি বিশেষ আদালত লাইবেরিয়ার সাবেক প্রেসিডেন্ট চার্লস টেলরের (৬৫) যুদ্ধাপরাধের বিপরীতে করা আপিল বাতিল করে তার ৫০ বছরের কারাদণ্ড বহাল রেখেছে।
টেলরের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তার আইনজীবী কর্তৃক আপিল আবেদন প্রত্যাখ্যান করে আদালত।
সিয়েরা লিওনে গৃহযুদ্ধ চলাকালীন সময় বিদ্রোহী বাহিনীকে সহায়তা করার অপরাধে ২০১২ সালের মে মাসে আদালত তার কারাদণ্ডের আদেশ দেয়।
তিনি কথিত ‘ব্লাড ডায়মন্ড’ হীরা বিক্রি করে সিয়েরা লিওনের বিদ্রোহী বাহিনী রেভল্যুশনারি ইউনাইটেড ফ্রন্টের জন্য অস্ত্র কিনেছিলেন। এছাড়াও টেলর সন্ত্রাসী কর্মকাণ্ড, ধর্ষণ, হত্যা ও সিয়েরা লিওনের ১৯৯১-২০০২ সালের গৃহযুদ্ধে বিদ্রোহী বাহিনীতে শিশু সৈনিক ব্যবহারসহ ১১ অপরাধে দোষী সাব্যস্ত হন।
বিচারক রিচার্ড লাসিক বিচারের সময় বলেন, ‘তিনি মানব ইতিহাসে জঘন্য অপরাধ করেছেন। ’
টেলর সবসময়ই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন। তিনি জানিয়েছেন, শুধুমাত্র যুদ্ধ বন্ধ আহ্বানেই তিনি বিদ্রোহীদের সাথে যোগাযোগ করেছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে কোন রাষ্ট্রপ্রধান হিসেবে তিনিই প্রথম দোষী সাব্যস্ত হন।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৩
কেএইচকিউ/আরআইএস