ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের উন্নত রাজ্যের শীর্ষে গোয়া

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ভারতের উন্নত রাজ্যের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে গোয়া। সম্প্রতি দেশটির একটি সরকারি জরিপের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর অর্থনৈতিক উপদেষ্টা ও ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর রাঘুরাম রাজনের নেতৃত্বে এ কমিটি গঠন করা হয়।

রাজ্যগুলোর উন্নয়নের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। ‘মাল্টি ডায়ম্যানশনাল ইন্ডেক্স’ নামে দেশটির কেন্দ্রীয় সরকার প্রতিবেদনটি প্রকাশ করে।

ভারতের অর্থমন্ত্রী পি চিদাম্বরম এই প্রতিবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। পি চিদাম্বরম সাংবাদিকদের জানান, রাঘুরাম রাজন কমিটি রাজ্যগুলোকে কীভাবে অর্থ সরবরাহ করা হবে কেন্দ্রীয় সরকারকে সে বিষয়ে সুপারিশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, কেন্দ্র থেকে পাওয়া উন্নয়নের অর্থ রাজ্যগুলো  কীভাবে খরচ করছে এবং উন্নয়ন কর্মকাণ্ড কতটুকু বাস্তবায়ন করা হয়েছে তার ওপর ভিত্তি করে রাজ্যগুলোকে পরবর্তী অর্থ বরাদ্দ দেওয়ারও সুপারিশ করে কমিটি।

রাজ্যগুলো কতখানি উন্নয়ন করছে তার ওপর ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করা হয়।

এর মধ্যে সাতটি রাজ্যকে বলা হচ্ছে তুলনামূলক উন্নত রাজ্য। এই তালিকায় সবার শীর্ষে রয়েছে গোয়া। তারপর যথাক্রমে কেরালা, তামিলনাড়ু, পাঞ্জাব, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড এবং হরিয়ানা রাজ্য।

উন্নয়নের তালিকার দ্বিতীয় ধাপে মোট ১১টি রাজ্য রয়েছে। এ রাজ্যেগুলো তুলনামূলক কম উন্নত। এ তালিকার প্রথমে রয়েছে হিমাচল প্রদেশ। তারপর যথাক্রমে রয়েছে সিকিম, কর্ণাটক, ত্রিপুরা, গুজরাট, মিজোরাম, জম্মু কাশ্মীর, অন্ধ্র প্রদেশ, নাগাল্যান্ড, পশ্চিমবঙ্গ এবং মনিপুর।

শেষ ধাপে রয়েছে আরও ১০টি রাজ্য। যাদের বলা হয়েছে একেবারে অনুন্নত রাজ্য। এই তালিকায় সবার নিচে রয়েছে ওড়িষ্যা। তার পর বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝারখণ্ড, অরুনাচল, আসাম, মেঘালয়, উত্তর প্রদেশ এবং রাজস্থান।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৩
তন্ময়/টিএকে/এমআইপি/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।