ঢাকা: উড্ডয়নের ঘণ্টা দুয়েক পর অটো পাইলটকে দায়িত্ব দিয়ে ২০ মিনিট বিশ্রাম নিতে গিয়ে এক ঘণ্টারও বেশি সময় ঘুমিয়ে ছিলেন এক পাইলট ও তার সহকারী। ব্রিটিশ এয়ারবাস ৩৩০ এর একটি বিমানে এ ঘটনা ঘটেছে ।
বৃহস্পতিবার ব্রিটিশ পত্রিকা সান এ তথ্য জানায়। তবে ৩২৫ আসন বিশিষ্ট যাত্রীবাহী বিমান, পাইলট ও তার সহকারীর নাম প্রকাশ করেনি পত্রিকাটি।
১৩ আগস্ট উড্ডয়নের দুই ঘণ্টা পর পাইলট ও তার সহকারী দুজনই ককপিটে কয়েক মিনিটের জন্য বিশ্রাম নিতে গিয়ে ঘণ্টাব্যাপী ঘুম দেন। হঠাৎ পাইলট জেগে ওঠে দেখেন তার সহকারীও ঘুমাচ্ছেন। তড়িঘড়ি করে তারা নিয়ন্ত্রণ কক্ষে চলে আসেন।
নিজেদের এ কাণ্ডের কথা ব্রিটিশি বেসামরিক বিমান কর্তৃপক্ষকে (সিএএ) অবহিত করেছেন নিজেই। তারা যুক্তি দেখিয়েছেন, গ্রীষ্মকালীন অবকাশের সময় দীর্ঘসময় ব্যাপী শিফটের কারণে এমনটি হয়েছে।
দ্য সান জানিয়েছে, পাইলট ও তার সহকারীর রিপোর্টের কপি তারা পেয়েছেন।
তবে এ বিষয়ে মুখ খুলতে চায় না সিএএ। সিএএ জানিয়েছে, ম্যান্ডেটরি ওকারেন্স রিপোর্টস এর আওতায় কোম্পানি বা ব্যক্তির দেওয়া তথ্য প্রকাশ করতে আইনি বাধা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৩
এসএফআই/জিসিপি