ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ধর্ষণের দায়ে চীনে জেনারেলের ছেলের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৩, সেপ্টেম্বর ২৭, ২০১৩
ধর্ষণের দায়ে চীনে জেনারেলের ছেলের কারাদণ্ড

ঢাকা: চীনের সেনাবাহিনীর জেনারেল পদমর্যাদার এক কর্মকর্তার ছেলেকে ধর্ষণের দায়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত। চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।



কারাদণ্ডিত লি তিয়ানয়ির বাবা-মা দুজনই সেনাবাহিনীর গায়ক। তার বাবা জেনারেল পদস্থ লি শুয়াংজিয়াং দেশপ্রেমধর্মী গানের জন্য সুপরিচিত। লির মা মেং গিও চীনের পিপল’স লিবারেশন আর্মির নামকরা এক সঙ্গীত শিল্পী।

আদালতে প্রমাণিত হয়েছে, গত ফেব্রুয়ারিতে বেইজিংয়ে একটি হোটলে মদ পানের পর লিসহ পাঁচজন এক নারীকে ধর্ষণ করেন।

নাবালক হওয়ায় লিকে গুরু শাস্তি দেওয়া হয়নি বলে জানায় আদালত। তবে ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছে লি। তার দাবি, ওই নারী যৌনকর্মী হিসেবে কাজ করেন।

এ মামলার দিকে চীনের জনগণের চোখ ছিল। চীনের উচ্চপদস্থ কর্মকর্তার আচরণে তারা খুবই মর্মাহত।

এর আগেও ‍অসদাচরণের ঘটনায় জড়িত ছিল লি। জনসম্মুখে অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য ২০১১ সালে তাকে এক বছর কারাদণ্ড ভোগ করতে হয়েছিল তাকে।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৩
এসএফআই/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।