ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বিল গেটসের ভুল স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২০, সেপ্টেম্বর ২৭, ২০১৩
বিল গেটসের ভুল স্বীকার

ঢাকা: নিজের প্রতিষ্ঠানের উদ্ভাবিত কম্পিউটার কি-বোর্ড কমান্ডকে ‘ভুল’ সিস্টেম বলে অভিহিত করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। কম্পিউটার লগ অন বা লগ অফ করতে এক আঙ্গুলের পরিবর্ততে দুই হাত লাগানোটা তার কাছে খটকার মতোই লেগেছে।



সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তহবিল সংগ্রহ ক্যাম্পেইনে প্রশ্নোত্তর সেশনে কম্পিউটার লগ অন বা লগ অফ করতে কি-বোর্ডের কন্ট্রোল, অল্টার, ডিলিট বোতাম একই সময়ে চাপ দেওয়া প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। মঙ্গলবার তার এ মন্তব্যের ভিডিওটি ইউটিউবে প্রকাশের পর বহু দর্শকের নজর কেড়েছে।

তিনি বলেছেন, আমাদের একটি মাত্র বোতাম থাকতে পার কিন্তু যিনি আইবিএম কি-বোর্ডের নকশা করেছেন তিনি আমাদের একটি মাত্র বোতাম দিতে চান নি।

তবে থ্রি ফিঙ্গার স্যালুট নামে পরিচিত তাদের এ কমান্ডের গুণাগুণ তাদের ভুলকে ঢেকে ফেলেছে। তিনি বলেছেন, তাদের এ কমান্ডের কারণে অন্য কোনো অ্যাপ্লিকেশন লগইন জাল করতে যেমন পারে না, তেমনি পাসওয়ার্ডও চুরি করতে পারে না।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৩
এসএফআই/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।