ঢাকা: মুম্বাইয়ে একটি পাঁচ তলা ভবন ধসে ছয় জন নিহত হয়েছে, আহত হয়েছে ১৯ জন। আশঙ্কা করা হচ্ছে ধসে যাওয়া ভবনের ভেতর আরও অনেক মানুষ আটকা পড়েছে।
নিহত ছয় জনের মধ্যে চার জনের লাশ শনাক্ত হয়েছে। আহতদের স্থানীয় জেজে হাসপাতাল ও নায়ের হাসপতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
৩০ বছরের পুরানো ‘সি-২’ ক্যাটাগরিভুক্ত ওই ভবনে ৩০ পরিবার বাস করত। ওই ভবনের আশু সংস্কার প্রয়োজন ছিল।
শুক্রবার স্থানীয় সময় ভোর ৬টা ২৫ মিনিটে দক্ষিণ মুম্বাইয়ের ডকইয়ার্ড রোডে বাবুগেনু মার্কেটের পাশে বিএমসি স্টাফ কোয়ার্টার ভবনটি ধসে যায়।
ভবনটি থেকে সাত জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানালেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা মনিষা মহেশকার। তবে এখনও হতাহতের প্রকৃত সংখ্যা জানা যায়নি।
এর আগে এপ্রিলে মুম্বাইয়ে ভবন ধসে ৭৪ জন নিহত হয়েছিল।
ভবন ধস ভারতে একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। দেশটির জনবহুল শহরগুলোতে ক্রমবর্ধমান বাসস্থানের চাহিদা থাকায় ভবন নির্মাণ প্রতিষ্ঠানগুলো নিম্নমানের উপকরণ ব্যবহারের পাশাপাশি ভবনে অবৈধ তলা নির্মাণ করছে।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৩/আপডেটেড: ১৭০৫ ঘণ্টা
কেএইচকিউ/আরআইএস