ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভোটে প্রার্থী প্রত্যাখ্যানের অধিকার পেল ভারতের জনগণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, সেপ্টেম্বর ২৭, ২০১৩

কলকাতা: শীর্ষ আদালতের যুগান্তকারী রায়ে ভোটদানের ক্ষেত্রে প্রার্থী প্রত্যাখ্যানের অধিকার পেল ভারতের জনগণ। শুক্রবার শীর্ষ আদালত রায়ে বলল, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) প্রার্থীদের কাউকেই পছন্দ নয় এটা জানানোর জন্য বোতাম রাখতে হবে।



নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামা কোন প্রার্থীকেই পছন্দ না হলে সব প্রার্থীকেই  প্রত্যাখ্যান করার অধিকার থাকা উচিত ভোটারদের। এই দাবির ভিত্তিতে  পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজের (পিইউসিএল) দায়ের করা একটি মামলায় এ রায় দিল শীর্ষ আদালত।

এই রায়ের ফলে ভারতে চলতে থাকা দীর্ঘ দিনের একটি দাবি স্বীকৃতির মুখ দেখল।

যদিও এর আগে আবেদন পত্র পূরণের মাধ্যমে ভারতের ভোটাররা প্রার্থীদের পছন্দ না হওয়ার বিষয়টি জানাতে পারতেন। কিন্তু এই ব্যবস্থাতে ভোটারের মতামতের গোপনীয়তা রক্ষা পেত না।

পছন্দ না হলে প্রার্থী প্রত্যাখ্যানের ব্যবস্থা গণতন্ত্রের পক্ষে বিপদজনক বলে জানিয়েছিল রাজনৈতিক দলগুলো। অপরদিকে দাবির পক্ষে বলা হয়েছিল, ভোট দেওয়া গণতান্ত্রিক অধিকার হলে কোন পছন্দের প্রার্থী না থাকলে প্রার্থী প্রত্যাখানও ভোটারের অধিকারের মধ্যে পড়ে। তারা সওয়াল করেছিলেন কোন ভোটারকেই ভোট দিতে বাধ্য করা যেতে পারেনা।

শেষ পর্যন্ত এই দাবিকে সমর্থন করে শীর্ষ আদালত জানিয়েছে, প্রার্থীদের পছন্দ না হলে প্রত্যাখ্যানের ক্ষমতা থাকাটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত জরুরি। দেশ শাসনের জন্য হাতের কাছে থাকা সবচেয়ে যোগ্য প্রার্থীদের বাছাই করার অধিকার সাধারণ জনগণের থাকা উচিত বলেও মনে করছে আদালত।

অনেকে মনে করছেন এই রায়ের ফলে ভারতের নির্বাচন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। তবে সাধারণ মানুষের একটি বড় অংশ এই রায়কে স্বাগত জানিয়েছেন। তাদের মতে এই রায় ভারতে গণতন্ত্রের বিকাশে সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৩  
এসবি/কেএইচকিউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।