ঢাকা: যে কম্পিউটার বা মোবাইলে আপনি সংবাদটি পড়ছেন, তা হয়ত একদিন আপনাকে ফেলে দিতে হবে। নষ্ট হয়ে যাওয়া কোনো কিছুই ফেলে দেবেন না, সংগ্রহে রাখুন।
পৃথিবীব্যাপী বিদ্যুৎ-তেল-গ্যাসের চাহিদা মেটাতে কাজে লাগবে এসব আবর্জনা! পরিবেশের জন্য ক্ষতিকর এসব বর্জ্য পরিবেশবান্ধব কাজে ব্যবহার করা হচ্ছে।
নরওয়ের জ্বালানি ও বিদ্যুৎ চাহিদা পূরণের উৎসগুলোর তালিকার প্রথম স্থানটি দখল করতে যাচ্ছে বাড়ির সব আবর্জনাগুলো। যে আবর্জনার স্তূপের পাশ দিয়ে যাওয়ার সময় উৎকট গন্ধে আমরা নাক সিঁটকাই সেই আবর্জনা স্তূপকে শক্তির উৎসে পরিণত করেছে বিশ্বের শীর্ষ মাথাপিছু আয়কারী দেশগুলোর অন্যতম নরওয়ে।
দেশে বিশাল এক কারখানা গড়ে তুলেছে নরওয়ে। ইট-কংক্রিটের বিশাল ক্লেমেসরুড কেন্দ্র আবর্জনায় ভর্তি। দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার টন বর্জ্য এনে যত্নের সঙ্গে জমা করা হয় ওই ক্লেমেসরুড কেন্দ্রে। ব্রিটেন ও অন্য দেশ থেকেও বর্জ্য আনছে নরওয়ে কর্তৃপক্ষ।
সেসব আবর্জনা প্রক্রিয়াগতভাবে পুড়িযে উৎপাদন করা হচ্ছে বিদ্যুৎ। নরওয়েবাসী আবর্জনাকে আর আবর্জনা হিসেবে দেখছেন, তারা দেখছেন বিদ্যুতের উৎস হিসেবে।
অসলোর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সংস্থার পরিচালক পাল মিকেলসেন জানান, চার টন বর্জ্যে থেকে এক টন জ্বালানি তেলের সমান শক্তি পাওয়া যায়।
তিনি বলেন, একটি বাড়ি ছয় মাস গরম রাখতে হলে এক টন জ্বালানি তেল খরচ হবে। অন্যভাবে লিডস কিংবা ব্রিস্টলের রাস্তা থেকে তুলে আনা একটি লরিভর্তি আবর্জনা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করেও বছরের অর্ধেক সময় বাড়িটি গরম রাখতে পারবেন।
এ পদ্ধতি বিদ্যুৎ উৎপাদিত হওয়া বিদ্যুৎ সংকট নিয়ে আর মাথা ঘামাতে হবেনা নরওয়েবাসীদের। কঠিন শীতকালটা নিশ্চিন্তে কাটবে নরওয়েজীয়দের।
জোরেনহল্ট স্কুলের টেকনিক্যাল ম্যানেজার আগনার অ্যান্ডারসন বলেন, আমরা জ্বালানি তেল বা জীবাশ্ম জ্বালানি নিয়ে চিন্তা করি না।
ক্লেমেসরুড কেন্দ্রে থেকে উৎপাদিত বিদ্যুৎ অসলোর স্কুলগুলো ও ৫৬ হাজার বাড়িতে সরবরাহ করা যাবে।
পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব দ্য আর্থ নরওয়ের প্রধান লারস হাল্টবেক্কেন জানান, পরিবেশের দৃষ্টিভঙ্গিতে সার্বিক লক্ষ্য হচ্ছে বর্জ্যের পরিমাণ কমানো, যেগুলো পুনরায় ব্যবহার করা যায় সেগুলো পুনরায় ব্যবহার করা, পুনরায় ব্যবহার উপযোগী করা এবং সর্বশেষ হচ্ছে পুড়ে ফেলা ও তা থেকে বিদ্যুৎ উৎপাদন করা।
নরওয়ে কর্তৃপক্ষের বক্তব্য, আবর্জনাকে বিদ্যুতে পরিণত করায় অসলোর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ ২০ বছরের মধ্যে অর্ধেকে নেমে আসবে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৩
এসএফআই/আরআইএস