ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পেশোয়ারে বাসে বোমা বিস্ফোরণে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, সেপ্টেম্বর ২৭, ২০১৩
পেশোয়ারে বাসে বোমা বিস্ফোরণে নিহত ১৭

ঢাকা: পাকিস্তানের পেশোয়ারের চারসাদ্দা রাস্তায় সরকারি কর্মকর্তাবাহী একটি বাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছে।

বাসের ভেতর আগে থেকেই বোমাটা রাখা ছিল বলে সংবাদ সংস্থা এএফপিকে জানালেন পেশোয়ারের সহকারী কমিশনার জহিরুল ইসলাম।

বিস্ফোরণে ১৭ জন নিহতের খবরও নিশ্চিত করেন তিনি।

খাইবার পাখতুনওয়ালার পুলিশ প্রধান নাসির দুররানি সাংবাদিকদের বলেন, ‘বাসের পেছনের দিকে রিমোট নিয়ন্ত্রিত বোমাটি রাখা ছিল। সরকারি কর্মকর্তাগণ বাসটিতে করে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ’

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, বাসের ভেতর খুবই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বাসের অংশবিশেষ রাস্তার পাশে ছড়িয়ে যায়। বিস্ফোরণের ফলে বাসের পেছনের শক্ত ধাতব অংশ একটা পিণ্ডে পরিণত হয়েছে।
পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের লাশ লেডি রিডিং হাসপাতাল ও চারসাদ্দা সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতেলে নিয়ে যাওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তারাই এ হামলার লক্ষ্য ছিল বলে সংবাদ মাধ্যমকে জানালেন পেশোয়ারের কমিশনার সাহিবজাদা মোহাম্মদ আনিস।

পেশোয়ারকে আল-কায়েদা ও তালেবানদের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র মনে করে যুক্তরাষ্ট্র। গত কয়েক বছরে বেশ কয়েকবারই এ শহরে পুলিশসহ আইন প্রয়োগকারী দলের সদস্য ও বেসামরিক নাগরিকদের ওপর জঙ্গি হামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৩
কেএইচকিউ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।