ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপুরায় বাড়ানো হচ্ছে মন্ত্রী বিধায়কদের বেতন-ভাতা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরায় মন্ত্রী বিধায়কদের বেতন-ভাতা বাড়ানো হচ্ছে। চলতি বিধানসভা অধিবেশনে বেতন-ভাতা এক লাফে ৫০ শতাংশেরও বেশি বাড়ানোর প্রস্তাব সম্পর্কিত একটি বিল পেশ করা হয়েছে।

বৃহস্পতিবার থেকে ত্রিপুরায় শুরু হয়েছে বিধানসভা অধিবেশন। এদিন বিধানসভার দ্বিতীয়ার্ধে মন্ত্রী বিধায়কদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে বিল পেশ করা হয়। বিলটি পেশ করেন অর্থমন্ত্রী বাদল চৌধুরী।

বিলে মুখ্যমন্ত্রীর বেতন ১২ হাজার ৫’শ টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার ৭’শ ৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। অন্য মন্ত্রীদের বেতন ছিল আগে ১২ হাজার ৩’শ টাকা। সেখান থেকে তাদের বেতন বাড়িয়ে ১৮ হাজার ৪’শ ৫০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বিধায়কদের বেতন আগে ছিল ১১ হাজার ৫’শ টাকা। সেখানে তাদের বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ১৭ হাজার ২’শ ৫০ টাকা।

বিধানসভার অধ্যক্ষের বেতন ১২ হাজার ৩’শ টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার ৪’শ ৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। রাজ্যে উপাধ্যক্ষের বেতন ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হচ্ছে।

শুধু বর্তমান মন্ত্রী বিধায়কদের বেতনই বাড়ছে না, বাড়ানো হচ্ছে প্রাক্তনদের পেনশনও। পেনশন নূন্যতম ৮ হাজার ১’শ টাকা থেকে বাড়িয়ে ১২  হাজার ১’শ ৫০ টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার ১’শ ২৫ টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার ১’শ ৯০ টাকা করা হচ্ছে।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়ে যেখানে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে সেখানে মন্ত্রী বিধায়কদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষ ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্তি করেছেন। যদিও দেশের মধ্যে সবচেয়ে কম বেতন-ভাতা পান রাজ্যের মন্ত্রী বিধায়করা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৩
কেএইচকিউ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।