ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ভীমরুলের দংশনে ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৩
চীনে ভীমরুলের দংশনে ১৯ জনের মৃত্যু

ঢাকা: চীনে বিষাক্ত ভীমরুলের দংশনে গত জুলাই থেকে এ পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় শানঝি প্রদেশের আংকাং এলাকায় ভেস্পা মান্দারিনিয়া নামের বিশেষ প্রজাতির ভীমরুল এখন পর্যন্ত ৫৮৩ জনকে দংশন করেছে।

এ কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত সপ্তাহে ধান চাষের কাজ করার সময় চেন চাংলিন নামে এক ব্যক্তিকে দংশন করে এই বিশেষ প্রজাতির ভীমরুল। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

চাংলিন সংবাদ মাধ্যমকে জানান, ভীমরুল আক্রমণের পর আমি দৌঁড়াতে শুরু করি এবং কেউ সাহায্য করার জন্য চিৎকার করতে থাকি। কিন্তু ভীমরুলটিও আমাকে ২০০ মিটার পর্যন্ত ধাওয়া করে এবং তিন বার দংশন করে।

চাংলিন জানান, ভীমরুল প্রথমে একজন নারী ও একটি শিশুকে দংশন করে, তারপর তার দিকে তেড়ে আসে। তবে ওই নারী ও শিশু দু’জন ভীমরুলের বিষক্রিয়ায় ‍মারা যায় বলে জানান তিনি।

শানঝির দক্ষিণে গুয়াংঝি প্রদেশেও এই মাসের শুরুর দিকে ২৩ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৩০ জনকে দংশন করে ভীমরুল।

বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশের উষ্ণতা বৃদ্ধি, শুষ্ক আবহাওয়া, কীটনাশক ব্যবহারের অসহনীয় গন্ধ ও বিষক্রিয়ার প্রতিক্রিয়ায় এমন আচরণ করছে এই প্রাণীগুলো।

এ সপ্তাহেই ভীমরুলের উৎপাত বিষয়ে উপদ্রুত অঞ্চলের মানুষদের পরামর্শ দিয়ে একটি জরুরি ভিডিও বার্তা প্রচার করবে আংকাং শহরের সরকার। শহরের মেয়র  লু কি জানিয়েছেন, বিষাক্ত ভীমরুল দমনে পর্যাপ্ত পদক্ষেপ নেবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৩
এইচএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।