ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রৌহানিকে ওবামার ঐতিহাসিক ফোন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৩
রৌহানিকে ওবামার ঐতিহাসিক ফোন

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানিকে ঐতিহাসিক ফোন দিয়েছেন। শুক্রবার দুপুরে প্রায় ১৫ মিনিটের ফোনালাপে পরমাণু ইস্যুসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে কথা হয় ওবামা-রৌহানির।

১৯৭৯ সালের পর প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি ফোনে কথা বললেন ওবামা। ১৯৭৯ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ রেজা পাহলাভিলের ক্ষমতাচ্যুতির আগে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার সবশেষ কথা বলেছিলেন।

রৌহানি ইরানের নতুন প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র-ইরানের সম্পর্কে জটিলতার গিঁট খুলতে শুরু করেছে। ইরানের বিতর্কিত পরমাণু ইস্যু কূটনীতিকভাবে সমাধানে বেশ আগ্রহ দেখাচ্ছে যুক্তরাষ্ট্র।  

এ ফোনালাপকে আলোচনা শুরুর প্রথম পদক্ষেপ হিসেবে অভিহিত করেন ওবামা। হোয়াইট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে ওবামা সাংবাদিকদের বলেন, ইরানের পরমাণু ইস্যু নিয়ে চুক্তি সম্ভব এবং সর্বাত্মক সমাধানে পৌঁছানো যাবে বলে তার বিশ্বাস।

জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের পরমাণু ইস্যু নিয়ে নিজের দেওয়া বক্তব্যের কথা পুনরায় রৌহানির কাছে তুলে ধরেন ওবামা।

ওবামার প্রেস ব্রিফিংয়ের কিছু সময় আগে রৌহানির এক টুইটার বার্তায় দুই নেতার ফোনালাপের বিষয়টি জানা যায়। এ মার্কিন কর্মকর্তা রৌহানির টুইটার বার্তাকে দুই নেতার ফোনালাপের প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন। নাম না প্রকাশের শর্তে তিনি বলেন, আমরা তার ‍টুইটের ফিডব্যাকে চোখ রাখব।

রৌহানির টুইট ‍বার্তা মতে, ওবামা তাকে বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের  সমঝোতার সুসম্পর্ক মধ্যপ্রাচ্যে ব্যাপক প্রভাব ফেলকে।

ওবামা টুইট বার্তায় বলেন, আমরা যদি পরমাণু ইস্যুতে অগ্রসর হতে পারি তাহলে ‍অন্যান্য ইস্যু যেমন সিরিয়াতে নিশ্চিতভাবে তা ইতিবাচক প্রভাব ফেলবে।

এর উত্তরে রৌহানি টুইট করেছেন, পরমাণু ইস্যুর ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা হচ্ছে দ্রুত সমাধানের উপায়।
শক্তিধর ৫+১ এর সঙ্গে ইরানের অনুষ্ঠেয় বৈঠক নিয়ে বেশ আশাবাদী রৌহানি। শক্তিধর ৫+১ ভুক্ত দেশগুলো হচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য-যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন এবং জার্মানি।
ফোন করার জন্য ওবামাকে ধন্যবাদ জানান রৌহানি। টুইট বার্তায় ওবামাকে রৌহানি বলেছেন, ‘দিনটি আপনার ভালোভাবে কাটুক মিস্টার প্রেসিডেন্ট। ’

জাতিসংঘের সাধারণ পরিষদের শেষের দিকে দুই নেতার এ কথোপকথন হলো। এর আগে সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে ওবামা ও রৌহানি বৈঠক করবেন এমন কানাঘুষা চলছিল। তবে শুক্রবার রৌহানি সাংবাদিকদের বলেন, মুখোমুখি বৈঠক করার পর্যাপ্ত সময় নেই।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সুসান রাইস বলেছেন, ওবামা ও রৌহানির মধ্যে ১৫ মিনিটি কথা হয়েছে। রাইস ফোনালাপকে ‘আন্তরিক ও গঠনমূলক’ হিসেবে অভিহিত করেছেন।
তিনি জানান, ইরানের প্রতিনিধিদের সঙ্গে তাদের প্রশাসন যোগাযোগ করেছে।

বাংলাদেশ সময়:  ১০১৫ ঘণ্টা/আপডেটে: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৩
এসএফআই/এনএস/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।