ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বগি থেকে আলাদা হয়ে গেল ট্রেনের ইঞ্জিন

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ফের রেল বিপত্তি। বগি থেকে আলাদা হয়ে গেল ট্রেনের ইঞ্জিন।

শনিবার দুপুরে মুঙ্গিয়াকামীর জঙ্গল এলাকায় এ ঘটনা ঘটলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা যায়, সকাল সাড়ে এগারটা নাগাদ আগরতলা রেল স্টেশন থেকে  রওনা দেয় আগরতলা-শিলচর রুটের লোকাল ট্রেনটি। মুঙ্গিয়াকামী পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিন এবং একটি কামরা অন্য বগিগুলো থেকে বিছিন্ন হয়ে যায়। মুঙ্গিয়াকামী রেল টানেলের ভেতরেই এই ঘটনা ঘটে। ট্রেনটির শেষ বগিটি থেকে যায় টানেলের মধ্যেই। এ ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যাত্রীরা জানান, ইঞ্জিন এবং ইঞ্জিন লাগোয়া বগিটি বাকি বগিগুলো থেকে বিছিন্ন হয়ে প্রায় ৩০০ মিটার এগিয়ে যায়। তবে এ খবর জানতে পেরে ট্রেনের চালক ইঞ্জিন থামান এবং ইঞ্জিন আবার পেছনে ফিরে আসে। নতুন করে বাকি বগিগুলি ট্রেনের মূল অংশের সঙ্গে জোড়া দেওয়া হয়। পরে ফের ট্রেন চলাচল শুরু হয়।

উল্লেখ্য, কিছুদিন আগেও একই ঘটনা ঘটেছিল কুমারঘাটে। সেবার রাতের বেলা ট্রেনের বগি থেকে ইঞ্জিন আলাদা হয়ে গিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৩
এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।