আগরতলা (ত্রিপুরা): ফের রেল বিপত্তি। বগি থেকে আলাদা হয়ে গেল ট্রেনের ইঞ্জিন।
জানা যায়, সকাল সাড়ে এগারটা নাগাদ আগরতলা রেল স্টেশন থেকে রওনা দেয় আগরতলা-শিলচর রুটের লোকাল ট্রেনটি। মুঙ্গিয়াকামী পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিন এবং একটি কামরা অন্য বগিগুলো থেকে বিছিন্ন হয়ে যায়। মুঙ্গিয়াকামী রেল টানেলের ভেতরেই এই ঘটনা ঘটে। ট্রেনটির শেষ বগিটি থেকে যায় টানেলের মধ্যেই। এ ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যাত্রীরা জানান, ইঞ্জিন এবং ইঞ্জিন লাগোয়া বগিটি বাকি বগিগুলো থেকে বিছিন্ন হয়ে প্রায় ৩০০ মিটার এগিয়ে যায়। তবে এ খবর জানতে পেরে ট্রেনের চালক ইঞ্জিন থামান এবং ইঞ্জিন আবার পেছনে ফিরে আসে। নতুন করে বাকি বগিগুলি ট্রেনের মূল অংশের সঙ্গে জোড়া দেওয়া হয়। পরে ফের ট্রেন চলাচল শুরু হয়।
উল্লেখ্য, কিছুদিন আগেও একই ঘটনা ঘটেছিল কুমারঘাটে। সেবার রাতের বেলা ট্রেনের বগি থেকে ইঞ্জিন আলাদা হয়ে গিয়েছিল।
বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৩
এইচএ/এসআরএস