ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫১, সেপ্টেম্বর ২৮, ২০১৩
নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ৪৮

ঢাকা: নাইজেরিয়ার কেন্দ্রস্থলে নাইজার নদীতে নৌকা ডুবির ঘটনায় অন্তত ৪৮ জন নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন প্রায় শতাধিক।



কর্তৃপক্ষ জানায়, শুক্রবার বিকেলে নৌকাটি ডুবে যায়। ধারণক্ষমতার দ্বিগুণ যাত্রী বহন করার এই ডুবির ঘটনা ঘটেছে।

উদ্ধারকারী দল নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন।

নাইজেরিয়ার জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান মোহাম্মদ সাবা জানান, নাইজেরিয়ার মালিল্লি গ্রাম থেকে ছেড়ে আসা নৌকাটি দু’ভাগ হয়ে ডুবে যায়।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৩
জেডএস/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।