ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপুরার প্রান্তিক এলাকায় ফের জঙ্গি তৎপরতা

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তিক এলাকায় ফের তৎপরতা বৃদ্ধি করছে জঙ্গি সংগঠনগুলো।

জঙ্গি সংগঠনগুলো বিভিন্ন গ্রামে চাঁদা চেয়ে নোটিশ পাঠাচ্ছে।

এতে আতঙ্কিত সাধারণ মানুষ।

রতননগর ত্রিপুরা রাজ্যের গণ্ডাছড়া মহকুমার একটি প্রত্যন্ত গ্রাম। গত এক মাসে এই গ্রামে দু’বার চাঁদা চেয়ে নোটিশ পাঠিয়েছে এনএলএফটি নামে এক জঙ্গি সংগঠন।

প্রথমবার চাঁদা চেয়ে যে নোটিশ পাঠানো হয় তাতে পরিবার প্রতি এক হাজার ১৫০ টাকা চাঁদা দাবি করা হয়।

এ ছাড়া গ্রামের যারা আই অয়াই আই প্রকল্পে ঘর পেয়েছেন তাদের কাছ থেকে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।
সম্প্রতি গ্রামের এক প্রভাবশালীর বাড়িতে চাঁদা চেয়ে নোটিশ পাঠিয়েছে এনএলএফটি।
জঙ্গিদের পরপর চাঁদার নোটিশে এলাকার মানুষ এখন প্রচণ্ড ভয়-ভীতির মধ্যে জীবন যাপন করছে। এদিকে গ্রামের চেয়ারম্যান ও প্রভাবশালী ব্যক্তিরা জঙ্গিদের চাঁদা না দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৩
টিএকে/জেডএস/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।