ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পেশোয়ারে বিস্ফোরণে নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, সেপ্টেম্বর ২৯, ২০১৩
পেশোয়ারে বিস্ফোরণে নিহত ৩৩

ঢাকা: পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি জনাকীর্ণ মার্কেটের কাছে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রোববার সকাল এগারটার দিকে শহরের প্রসিদ্ধ কিসা খাওয়ানি মার্কেটের কাছে বেশ কয়েকটি দোকান ও গাড়িকে লক্ষ্য করে দু’দফায় এ বিস্ফোরণ ঘটানো হয়।



তবে কিছু সংবাদ মাধ্যম বলছে, স্বাস্থ্যমন্ত্রী শওকত ইউসুফজাইয়ের গাড়িকে লক্ষ্য করে রোববার সকালে এই হামলা চালানো হয়েছে। তাৎক্ষণিকভাবে শওকতের অবস্থা জানা যায়নি।

গত সপ্তাহে খ্রিস্টান সম্প্রদায়ের একটি চার্চে আত্মঘাতী হামলায় অন্তত ৮০ জন নিহত হওয়ার ঘটনার পর এই বিস্ফোরণের খবর এলো।

এছাড়া, শুক্রবারও পেশোয়ারের কাছে সরকারি কর্মচারীবাহী একটি বাসে বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৩
এইচএ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।