ঢাকা: বিরোধীদের সঙ্গে সমঝোতা সংলাপ শেষে পদত্যাগ করতে রাজি হয়েছে তিউনিশিয়ার ইসলামপন্থি আননাহদা পার্টির নেতৃত্বাধীন সরকার।
নতুন নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠনের জন্য ধর্মনিরপেক্ষ বিরোধীদের সঙ্গে ঐকবদ্ধ হয়ে কাজ করতে আগামী সপ্তাহ থেকেই এই পদত্যাগ প্রক্রিয়া শুরু হবে।
রোববার দেশটির সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বেশ কয়েকমাস ধরে অচলাবস্থার পর দেশটির প্রভাবশালী শ্রমিক সংগঠন ইউজিটিটি প্রধান দু’টি রাজনৈতিক দলের মধ্যে এই সমঝোতায় পৌঁছাতে মধ্যস্থতা করে।
আননাহদা পার্টির মুখপাত্র লৎফি জিতৌন সংবাদ মাধ্যমকে জানান, আগামী সোমবার বা মঙ্গলবারই অন্তর্বর্তী সরকার গঠনের লক্ষ্যে দু’পক্ষের মধ্যে আলোচনা শুরু হবে।
উল্লেখ্য, ২০১১ সালের আরব বসন্তে স্বৈরশাসক বেন আলীর পতনের পর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে কট্টরপন্থি আননাহদা পার্টি। কিন্তু সরকার গঠনের পর থেকেই অর্থনৈতিক অস্থিতিশীলতা ও রাজনৈতিক হত্যাকাণ্ড প্রতিরোধে ব্যর্থ হওয়ায় সরকারের পদত্যাগ দাবি করে আসছে দেশটির ধর্মনিরপেক্ষ বিরোধী দলগুলো।
প্রথম দিকে অনমনীয় থাকলেও বিরোধীদের চাপের মুখে শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছতে বাধ্য হলো আননাহদা পার্টি।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৩
এইচএ/জেসিকে