ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাইয়ে ভবন ধসে উদ্ধার অভিযান সমাপ্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৩
মুম্বাইয়ে ভবন ধসে উদ্ধার অভিযান সমাপ্ত

ঢাকা: মুম্বাইয়ে ভবন ধসে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।   ভবন ধসে নিহতের সংখ্যা ৬১ জনে পৌঁছেছে।

রোববার সকালেও ধ্বংসাবশেষ থেকে আট জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টা ৪৫ মিনিটে ডকইয়ার্ড রোডে বাবুগেনু মার্কেটের পাশে বিএমসি স্টাফ কোয়ার্টারের পাঁচ তলা ভবনটি ধসে যায়। ভবনটিতে ২১টি পরিবার বাস করত। এটি মূলত ছিল সরকারি কর্মকর্তাদের বাস ভবন।

মুম্বাইয়ের সহকারী পুলিশ কমিশনার সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘ভবন ধসে নিহতের সংখ্যা ৬১ জনে পৌঁছেছে। আমরা ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ উদ্ধারের কাজ সমাপ্ত ঘোষণা করেছি। ’

ভবন ধস ঘটনায় মারকিউ ডেকোরেশন ফার্মের সত্ত্বাধিকারীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। তার বিরুদ্ধে অবৈধভাবে ভবনটির ভূতল নির্মাণের অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত তাকে পুলিশের হেফাজতে রাখা হবে।

ধসে যাওয়া ভবন থেকে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনের অবস্থা আশংকাজনক।

শনিবার দুপুরে ৫০ বছর বয়স্ক এক ব্যক্তিকে সর্বশেষ জীবিত উদ্ধার করা হয়েছে।

ভবনটিতে বসবাসরত প্রতিটি পরিবারকে মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চাভান ১ লাখ ও মেয়র সুনীল প্রভু ২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ভবন ধস ভারতে একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এর আগে এপ্রিলে মুম্বাইয়ে ভবন ধসে ৭৪ জন নিহত হয়েছিল।

দেশটির জনবহুল শহরগুলোতে ক্রমবর্ধমান বাসস্থানের চাহিদা থাকায় ভবন নির্মাণ প্রতিষ্ঠানগুলো নিম্নমানের উপকরণ ব্যবহারের পাশাপাশি ভবনে অবৈধ তলা নির্মাণ করছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৩
কেএইচকিউ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।