ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৫০ ছাত্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৩
নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৫০ ছাত্র

ঢাকা: নাইজেরিয়ায় একটি কলেজে বন্দুকধারীদের গুলিতে  প্রায় ৫০ জনের মতো ছাত্রছাত্রী নিহত হয়েছে। এ হামলার জন্য ইসলামি জঙ্গি সংগঠন বোকো হারামকে সন্দেহ করা হচ্ছে।

কেননা এর আগেও তারা  কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের হামলা চালিয়েছিল।

দেশটির উত্তরপূর্বে ইয়োব প্রদেশে প্রত্যন্ত গুজবা শহরে কলেজ অব অ্যাগ্রিকালচারে এ ঘটনা ঘটে। হামলায় হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি। তবে এ সংখ্যা শতাধিকও হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কলেজটির প্রভোস্ট মলিমা ইদি মাটো সংবাদ সংস্থা এপিকে হামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি এপিকে বলেন, ‘রোববার রাত ১টায় ছাত্রদের ঘুমের মধ্যে হামলা চালানো হয়। হামলার ফলে ১ হাজার ছাত্রছাত্রী কলেজ ছেড়ে পালিয়ে গেছে। ’

নিরাপত্তা বাহিনী উদ্ধার তৎপরতা শুরু করেছে বলেও জানান তিনি।

প্রদেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লাজারাস এলি সংবাদ সংস্থা এফপিকে জানান, গুলিবর্ষণের পর বন্দুকধারীরা শ্রেণি কক্ষগুলোতে আগুন ধরিয়ে দেয়।

বোকো হারামের পরপর হামলার জন্য নাইজেরিয়া উত্তরপূর্বাঞ্চল এমনিতেই শঙ্কায় রয়েছে। সংগঠনটি এ অঞ্চলকে ইসলামি প্রদেশে রূপান্তরিত করতে সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। বিভিন্ন সময় তাদের হামলায় কয়েক’শ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তারা এর আগেও বেশকয়েকটি স্কুলে হামলা চালিয়েছে। যেসব স্কুল পাশ্চত্য শিক্ষা ব্যবস্থায় পরিচালিত হয় বোকো হারাম সেসব স্কুলেই হামলা চালায়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৩/আপডেটেড: ১৭৪০ ঘণ্টা
কেএইচকিউ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।