ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৩
ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ২

ঢাকা: ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান প্রদেশের ইরবিল শহরে ধারাবাহিক বোমা বিস্ফোরণে দুই জন নিহত ও ১৮ জন আহত হয়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি।



রোববার নিরাপত্তা বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে লক্ষ্য করে তিনটি গাড়ি বোমা ও রাস্তার পাশে একটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

ইরাকের এ অঞ্চলটি দেশটির বাকী অংশের থেকে আলাদা। ইরবিল শহরের নিরাপত্তা ব্যবস্থাও ইরাকের অন্যান্য অংশের তুলনায় স্থিতিশীল এবং এখানে বিদেশি বিনিয়োগও রয়েছে। ইরবিলে গত ছয় বছরে এ ধরনের কোন হামলা হয়নি।
 
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ইরাকের কুর্দি নিরাপত্তা বাহিনীর প্রধান কার্যালয়ের পাশে গুলিবর্ষণের পর চারটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়।

নিরাপত্তা বাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে একটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। পরে সবাই যখন হতাহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল তখন দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে।

এ অঞ্চলের সাংসদীয় নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পরেই ধারাবাহিক এ বিস্ফোরণ ঘটানো হল।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৩
কেএইচকিউ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।