ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানের সামরিক বাহিনীতে নতুন ড্রোন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, সেপ্টেম্বর ২৯, ২০১৩
ইরানের সামরিক বাহিনীতে নতুন ড্রোন

ঢাকা: নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ড্রোনের (চালকবিহীন বিমান) উদ্বোধন করল ইরানের সামরিক বাহিনী। শনিবার তেহরানে এক অনুষ্ঠানে কমান্ডার আহমাদ রেজা পোরদাস্তান ‘ইয়াসির’ নামের এই ড্রোনের উদ্বোধন করেন।

ইরানের সামরিক বিশেষজ্ঞগণের নকশাকৃত ২’শ কিমির পরিসীমা বিশিষ্ট এই ড্রোনটি একটানা আট ঘণ্টা উড়তে পারবে।

অভিযানে বাড়তি নজরদারির জন্য ড্রোনটিতে অত্যাধুনিক ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। রোববার তেহরান টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে ড্রোনটি সম্পর্কে এমনটাই উল্লেখ করা হয়েছে।

ড্রোনটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এর হালকা ওজন ও সর্বোচ্চ গতিশীলতা।

অনুষ্ঠানে পোরদাস্তান বলেন, ‘রা’দ ৮৫’ নামের একটি অত্যাধুনিক ড্রোন তৈরিতে সামরিক বাহিনী আধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে। ’

দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) শুক্রবার ঘোষণা দেয় যে, তারা দীর্ঘ পরিসীমা বিশিষ্ট চালকবিহীন উড়োযান ‘শাহেদ ১২৯’ তৈরি শুরু করেছে।

১৭’শ থেকে ২ হাজার কিমি পরিসীমা বিশিষ্ট ‘শাহেদ ১২৯’ একটানা ২৪ ঘণ্টা উড়তে পারবে। এই যানটিতে বোমা ও মিসাইল সংযুক্ত থাকবে। শত্রু ঘাঁটি বিনাশে বিশেষ পারদর্শী ‘শাহেদ ১২৯’।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৩
কেএইচকিউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।