ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপুরার ছাত্র সংসদ নির্বাচনে বামদের বিজয়

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৩

আগরতলা (ত্রিপুরা): ভারতের ত্রিপুরা রাজ্যের সাতটি কলেজে ছাত্র সংসদ নির্বাচনে জয় পেয়েছে বাম ছাত্র সংগঠনগুলো।

শনিবার অনুষ্ঠিত ছাত্র সংসদে এসএফআই এবং টিএসইউ তাদের জয়ের ধারা ধরে রাখে।



শনিবার মধ্যরাত ১টা পর্যন্ত ভোট গণনা শেষে ফল ঘোষণা করা হয়।

গত বছর ছাত্র সংসদ নির্বাচনেও তারা বিজয়ী হয়।

তবে কলেজগুলোর ছাত্র সংসদের কোনো আসনেই জিততে পারেনি ডানপন্থী ছাত্র সংগঠন এনএসইউআই।

এর আগে ১৫টি কলেজে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বাম ছাত্র সংগঠন দু’টি বিজয়ী হয়।
 
নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের প্রধান কলেজ মহারাজা বীর বিক্রম কলেজে (এমবিবিসি) সংঘর্ষের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজ্যের মোট ২২টি কলেজে ৭১৯টি আসন রয়েছে। এর মধ্যে ৬০৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয় বাম ছাত্র সংগঠন দুটি।

বাকি ১১০টি আসনে ভোট নেওয়া হয় শনিবার। এর মধ্যে ৯৪টি হচ্ছে অফিস বিয়ারারের পোস্ট এবং বাকি ১৬টি শ্রেণি প্রতিনিধিদের আসন।

বিনা প্রতিদ্বন্দ্বীতায়  বিজয়ী হওয়া কলেজগুলো হচ্ছে, মহিলা কলেজ, তেলিয়ামুড়া কলেজ, খোয়াই কলেজ, কমলপুর কলেজ, ধর্মনগর কলেজ, গণ্ডাছড়া কলেজ, কাঞ্চনপুর কলেজ, ফটিকরায় কলেজ, লংতরাইভ্যালি কলেজ, খুমলুং কলেজ, শান্তিরবাজার কলেজ, অমরপুর কলেজ, বিলোনীয়া কলেজ, সাব্রুম কলেজ, বিশালগড় কলেজ।

শনিবারের ভোটে বিজয়ী হওয়া কলেজগুলো হচ্ছে এম বি বি কলেজ, বি বি এম কলেজ, রামঠাকুর কলেজ, মোহনপুর কলেজ, কৈলাসহর কলেজ, সোনামুড়া কলেজ এবং উদয়পুর কলেজ।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৩
তন্ময়/টিএকে/এমআইপি/এএসআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।