ঢাকা: গুপ্তচরবৃত্তির অভিযোগে আলি মানসুরি নামে ইরানের বংশোদ্ভুত বেলজিয়ামের এক নাগরিককে গ্রেফতার করেছে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। তারা জানিয়েছে, মানসুরিকে গুপ্তচরবৃত্তির জন্য ইসরায়েলে পাঠিয়েছে ইরান।
রোববার এক বিবৃতিতে শিন বেত জানায়, তেল আবিবের বেন গুরিয়ন বিমান বন্দর থেকে তিন সপ্তাহ আগে ৫৮ বছর বয়সী মানসুরিকে গ্রেফতার করে তারা। মানসুরি অ্যালেক্স ম্যানস নাম নিয়ে ইসরায়েলে আসে। ইরানের বিপ্লবী বাহিনী গুপ্তচরবৃত্তির জন্য তাকে ইসরায়েলে পাঠিয়েছিল।
শিন বেত জানিয়েছে, জানালা ও ছাদের উপকরণ বিক্রেতার ছদ্মবেশে মানসুরি ২০১২ সাল থেকে এ পর্যন্ত তিন বার ইসরায়েলে এসেছে।
শিন বেত আরও জানিয়েছে, ইসরায়েল ও পাশ্চাত্যের স্বার্থ ক্ষতির জন্য এক মিলিয়ন মার্কিন ডলারে অঙ্গীকারাবদ্ধ সে। জিজ্ঞাসাবাদে এমন কথাও স্বীকার করেছে মানসুরি।
মানসুরির পক্ষে লড়ার জন্য তাৎক্ষণিকভাবে কোন আইনজীবী পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৩
কেএইচকিউ/জেসিকে