ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ভারি তার দাঁড়িগিরি!

হুসাইন আজাদ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৫, সেপ্টেম্বর ৩০, ২০১৩
ভারি তার দাঁড়িগিরি!

ঢাকা: দাঁড়ি লম্বা হতে পারে। একেবারে কোমর পর্যন্তও লম্বা দাঁড়ি দেখা গেছে এখন পর্যন্ত।

কিন্তু দাঁড়িকেই পাত্র বানিয়ে সেই পাত্রে খাবার খাওয়া যাবে এমন কথা কি কেউ কখনও ভেবেছে? কেউ ভাবুক আর নাই ভাবুক এমন কাণ্ডই ঘটালেন যুক্তরাজ্যের ‘মি. ইনক্রিডিবিয়ার্ড’ খ্যাত ইসাইয়া ওয়েব।

নিয়মিত খাবার থেকে শুরু করে নুডুলস জাতীয় খাবারও এই দাঁড়ি পাত্রে রেখেই গ্রহণ করেন মি. ইনক্রিডিবিয়ার্ড।

প্রতি সপ্তাহে তার দাঁড়ির এমন কসরৎ নিয়ে ভিডিও পোস্ট করেন ইসাইয়া। এছাড়া, নিজের দাঁড়িগুলোকে অনেক বেশি জনপ্রিয় করতে চান বলে জানান ইসাইয়া।

তিনি বলেন, সৃজনশীলতার জায়গা থেকেই আমি দাঁড়ির এমন কসরৎ করতে শিখেছি।

মি. ইনক্রিডিবিয়ার্ড আরও বলেন, পশ্চিমা বিশ্বে লম্বা দাঁড়ির ওপর যে ভুল ধারণা আছে সেটা ভাঙতে চাই। আমি প্রমাণ করতে চাই দাঁড়িকেও সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং ব্যবহার করা যায়।

 

 

 

 

 




বাংলাদেশ সময়: ০৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৩
এইচএ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।