ঢাকা: ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছে অভিবাসীবাহী জাহাজডুবির ঘটনায় এখনও দুইশ’র মতো আশ্রয়প্রার্থী নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার দু’দিন পরেও উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়ার আশা করছেন উদ্ধারকর্মীরা।
উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ১’শ ১১ জনের মরদেহ ও ১’শ ৫৫ জনকে জীবিত উদ্ধার করেছেন। শুক্রবার সমুদ্রের প্রতিকূল অবস্থার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। ধারণা করা হচ্ছে, উদ্ধার অভিযান চালানো হলে আরও মরদেহ উদ্ধার করা সম্ভব হবে।
বৃহস্পতিবার সকালে উপকূল থেকে এক কিলোমিটারের কম দূরত্বে ৫’শ অভিবাসীবাহী জাহাজটি ডুবে যায়। জাহাজের অধিকাংশ আশ্রয়প্রার্থী ছিলেন ইরিত্রিয়া ও সোমালিয়ার অধিবাসী।
জাহাজের ক্যাপ্টেনকে আটক করেছে ইতালির পুলিশ।
রোম থেকে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, বছরের এ সময় ভূমধ্যসাগর শান্ত থাকে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে প্রায় প্রতিদিনই অভিবাসীবাহী জাহাজ ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে ভিড়ায়। সেসব জাহাজ অতিরিক্ত যাত্রী বোঝাই থাক।
জাহাজডুবিতে বেঁচে যাওয়া একজন জানান, জাহাজটি লিবিয়ার মিসরাতা থেকে এসেছিল। বৃহস্পতিবার সকালে ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ল্যাম্পেদুসার কাছে পানি নিচ্ছিল জাহাজটি।
দৃষ্টি আকর্ষণের জন্য জাহাজে থাকা কয়েকজন কোনো কিছুতে আগুন জ্বালায়। কিন্তু এ আগুন পুরো জাহাজেই ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়লে জাহাজ ডুবে যাচ্ছে-এমন ভীতিতে যাত্রীরা সবাই জাহাজের একদিকে জড়ো হলে ডুবতে শুরু করে জাহাজটি।
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৩
কেএইচকিউ/এমজেডআর