ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকজুড়ে সহিংসতায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৩
ইরাকজুড়ে সহিংসতায় নিহত ৭

ঢাকা: ইরাকজুড়ে সহিংসতায় সাতজন নিহত হয়েছে। আনবার, সালাহেদ্দিন ও দিয়ালা প্রদেশে দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও রাস্তার পাশে বোমা হামলায় তিন সেনা সদস্য ও চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রে এ খবর জানা গেছে।

শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় দেশটির রাজধানী বাগদাদের পশ্চিমে আনবার প্রদেশে হিট শহরের প্রবেশদ্বারে সেনাবাহিনীর চেকপয়েন্টের কাছে একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক সংযুক্ত একটি যানে বিস্ফোরণ ঘটায়। এ আত্মঘাতী বোমা বিস্ফোরণে তিন সেনা সদস্য নিহত ও পাঁচজন আহত হয়।

সুন্নি সম্প্রদায় অধ্যুষিত আনবার প্রদেশ অতীতে এ ধরনের হামলা হলেও সাম্প্রতিক সময়ে বাগদাদ ও দেশটির উত্তরে অবস্থিত অন্যান্য প্রদেশের তুলনায় এ প্রদেশটি বেশ শান্ত ছিল।

শুক্রবারেই বাগদাদের উত্তরে সালাহেদ্দিন প্রদেশে একটি পুলিশ চেকপয়েন্টের কাছে আরেক আত্মঘাতী বোমা

হামলাকারী একটি যানে বিস্ফোরণ ঘটায়। এ বোমা বিসোরণে তিনজন বেসামরিক নাগরিক নিহত ও সাতজন আহত হয়।

এদিকে দিয়ালা প্রদেশের বাকুবাতে এক শিয়া পরিবারের বাড়ির পাশের রাস্তায় বোমা হামলায় একজন নিহত ও দুইজন আহত হয়।

ইরাকজুড়ে ২০০৬-২০০৭ সালে সুন্নি-শিয়া সম্প্রদায়ের সংঘর্ষে ১০ হাজার মানুষ নিহত হয়। ২০০৮ সালে এ সংঘাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।

এই মাসে ইরাকজুড়ে সহিংসতায় ৬০ জন নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্র অনুযায়ী এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সহিংসতায় ৪ হাজার ৭’শ ৫০ জন নিহত হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৩
কেএইচকিউ/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।