ঢাকা: গুয়াতেমালার এক মাদকসম্রাটকে গ্রেফতার করেছে মেক্সিকোর পুলিশ। ধারণা করা হচ্ছে গত জুনে আট পুলিশ হত্যা মামলার অন্যতম পরিকল্পনাকারী ছিল সে।
এদুয়ার্দো ভিল্লাতোররো ক্যানো নামের ওই মাদকসম্রাট গুয়াও ক্যানো নামেও পরিচিত। এদুয়ার্দো মেক্সিকোর দক্ষিণে চিয়াপাসে আটককৃত ছিলেন। পরে তাকে গুয়াতেমালায় হস্তান্তর করা হয়।
উত্তরপশ্চিম গুয়াতেমালার একটি পুলিশ স্টেশনে হামলার জন্য এদুয়ার্দোসহ ৩৬ জনকে অভিযুক্ত করা হয়।
গুয়াতেমালার প্রেসিডেন্ট অতো পেরেজ মলিনা জানিয়েছেন, এখন এদুয়ার্দোর দলের ইতি টেনে দেওয়া হবে।
কলম্বিয়ায় উৎপাদিত কোকেন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে পাচারের জন্য গুয়াতেমালাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হয়।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৩
কেএইচকিউ/বিএসকে