ঢাকা: যুক্তরাষ্ট্রের সরকারি সেবা খাতের কার্যক্রম বন্ধ (শাটডাউন) হয়ে যাওয়ায় মহাকাশে অবস্থানরত দুই মহাকাশচারী ও পৃথিবীতে অবস্থানরত তাদের দুই সহায়তাকারী ছাড়া মার্কিন গবেষণা সংস্থার (নাসা) প্রায় সবরকমের কার্যক্রম স্থগিত করা হয়েছে। দেশটিতে মঙ্গলবার থেকে শাটডাউন কার্যকর হচ্ছে।
কংগ্রেস বাজেট দিতে অসমর্থ হওয়ায় শাটডাউনের প্রভাব পড়ে রাষ্ট্রীয় সংস্থাগুলোর ওপর। নাসাও এর মধ্যে একটি। শাটডাউনের কারণে কার্যক্রম বন্ধ হওয়ার খবর নাসা বিভিন্ন অনলাইন সামাজিক মাধ্যমের সাহায্যে দিয়েছে। এক টুইটার বার্তায় নাসা ভয়েজার ২ মানবজাতিকে বিদায় জানিয়েছে।
সংস্থাটি পরে এক বার্তায় জানিয়েছে, এর পর্যবেক্ষক, বিদ্যায়তনিক (অ্যাকাডেমিক) ও বিজ্ঞানীরা মহাকাশ পর্যবেক্ষণ চালিয়ে যাবে।
সংস্থাটির ৯৭ ভাগ অর্থাৎ প্রায় ১৮ হাজার কর্মচারী মঙ্গলবার শাটডাউন পরবর্তী অবস্থা থেকে কর্মবিরতিতে আছেন।
মহাকাশে অবস্থানরত ক্যারেন নাইবার্গ ও মাইক হপকিন্সকে সহায়তার জন্য সংস্থাটির মিশন কন্ট্রোল কাজ করবে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৩
কেএইচকিউ/বিএসকে