ঢাকা: সরকারি সেবা খাতের কার্যক্রম বন্ধ (শাটডাউন) হয়ে যাওয়ায় এবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্ত বাণিজ্য বিষয়ক আলোচনা স্থগিত করতে বাধ্য হলো মার্কিন প্রশাসন।
বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আগামী সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আলোচনায় বসার কথা যুক্তরাষ্ট্র ও ইইউ’র প্রতিনিধি দলের।
শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিষয়ক প্রতিনিধি মাইকেল ফ্রোমেন ইইউকে জানিয়ে দেন, আর্থিক সীমাবদ্ধতার কারণে ব্রাসেলসে আপাতত পুরো প্রতিনিধিদল পাঠানো মার্কিন সরকারের পক্ষে অসম্ভব।
তবে এই অচলাবস্থা নিরসনের পর মুক্ত বাণিজ্য বিষয়ে আলোচনা ফের শুরু হবে বলেও তিনি আশ্বাস দেন। এছাড়া, ইইউ’র সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ওয়াশিংটন সহযোগিতাপূর্ণ কার্যক্রম চালিয়ে যাবে বলেও জানান তিনি।
অবশ্য, যুক্তরাষ্ট্রের এ ঘোষণাকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন ইইউ’র ট্রেড কমিশনার কারেল দ্য গুচট।
এর আগে ঠিক একই কারণে এশিয়া সফর বাতিল করতে বাধ্য হন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
গত মঙ্গলবার নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের ব্যাপারে কংগ্রেসের উভয়কক্ষ ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় অপ্রয়োজনীয় সেবাখাতগুলোর কার্যক্রম বন্ধ ঘোষণা করে মার্কিন প্রশাসন।
এ ঘটনায় দেশটির প্রায় কয়েক লাখ কর্মী বেকার হয়ে যায়। এছাড়া, চাকরি হারা এসব সরকারি চাকরিজীবী আদৌ তাদের বকেয়া প্রাপ্য পাবেন কিনা সেটা নিশ্চিত নয়।
তাছাড়া, এখন পর্যন্ত অচলাবস্থা নিরসনে ওবামার ডেমোক্রেটিক পার্টি অথবা বিরোধী দল রিপাবলিকান পার্টির পক্ষ থেকে কোনো আশার বাণী শোনা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৩
এইচএ/এসআরএস