ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পলিটব্যুরো বৈঠকে যোগ দিতে দিল্লিতে মানিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৩
পলিটব্যুরো বৈঠকে যোগ দিতে দিল্লিতে মানিক

আগরতলা (ত্রিপুরা): বামদল সিপিএমের পলিটব্যুরো বৈঠক শুরু হচ্ছে  রোববার। লোকসভা নির্বাচনের  আগে নিজেদের  অবস্থান পরিষ্কার করতে এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ।

সেই বৈঠকে যোগ দিতেই শনিবার দিল্লিতে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

দু’দিন চলবে পলিব্যুরো বৈঠক। বৈঠকে দলের কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করাই বড় লক্ষ্য। লোকসভা ভোটে দলের অবস্থান এবং রণকৌশল কি হবে তা ঠিক করা বড় বেশি দরকার।

সিপএমের বড় শত্রু কংগ্রেস না বিজেপি এটাও স্পষ্ট নয় সিপিএমের কাছে। এদিকে লোকসভা ভোটের আর বাকি আছে কয়েক মাস। এবারের পলিটব্যুরো বৈঠকে সেই প্রশ্নের উত্তরই খুঁজবে দলটি।

সিপিএমের অবস্থা এখন শাঁখের করাতের মতো। এমনিতেই দলের ক্ষমতা এখন শুধু ত্রিপুরাতেই রয়েছে। পশ্চিমবঙ্গে দলের সাংগঠনিক ক্ষমতা প্রায় তলানিতে এসে ঠেকেছে। কেরালায় অবস্থা কিছুটা ভালো হলেও সারাদেশে তেমন কোন সুবিধাজনক জায়গায় নেই দল। তাই এবারের লোকসভা ভোটে নিজেদের প্রাসঙ্গিক রাখার ক্ষেত্রেও এবারের পলিটব্যুরো বৈঠক বেশ গুরুত্বপূর্ণ।  

আগামী ৬ অক্টোবর দিল্লিতে পলিটব্যুরো বৈঠকে এই পথ নির্দেশিকা তৈরি করা নিয়ে দলের মধ্যে বিতর্কের ঝড় উঠতে পারে বলে সূত্র জানিয়েছে।

পলিটব্যুরোতে ত্রিপুরা থেকে একাই থাকছেন মানিক সরকার। বৈঠক শেষ করে সোমবারই তিনি রাজ্যে ফিরবেন।

ত্রিপুরায় দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন, পাঁচ বছর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির বিরোধিতা করে মনমোহন সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করেছিল সিপিএম। তখনও কিন্তু একই বিতর্ক তৈরি হয়েছিল। প্রায় দশ বছর ক্ষমতায় থাকার ফলে কংগ্রেসের বিরুদ্ধে যে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া উঠেছে, তাকে আরও উস্কে দিয়েছে এই অভিযোগগুলি।

এই পরিস্থিতিতে কংগ্রেসের বিরোধিতা করবে নাকি বিজেপিকে রুখতে ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট করে কংগ্রেসের পাশে থাকবে সিপিএম এটাই দলের জন্য বড় প্রশ্ন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৩
কেএইচকিউ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।