ঢাকা: ভারতের কর্ণাটকে এক যুবকের সুইসাইড নোটে দেশটির প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নাম পাওয়া গেছে। ৩২ বছর বয়সী সান্তোষ গৌডা নামে ওই যুবক একটি জুতা কোম্পানির বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বৃহস্পতিবার ভারতের স্থানীয় সময় রাত সাড়ে সাতটার দিকে সিলিং পাখার সঙ্গে দঁড়িতে ঝুলন্ত অবস্থায় সান্তোষের লাশ উদ্ধার করা হয়। কর্নাটকের চিকমাগালুর জেলায় একটি এক কক্ষ বিশিষ্ট রুমে তিনি ভাড়া থাকতেন।
তিন পৃষ্ঠার সুইসাইড নোটে তিনি দুই পৃষ্ঠা জুড়ে জীবন ধারণে জন্য অর্থের অভাব এবং বেঙ্গালুরুর শহরের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে না পারার বিভিন্ন ঘটনার বর্ণনা করেন। বাকি এক পৃষ্ঠায় তিনি কংগ্রেস নেতৃত্বাধীন মনমোহন সিং সরকারের অপশাসনের বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি মনমোহনের উদ্দেশ্যে বলেন, তার দু:শাসনের কারণেই পাকিস্তানি সেনারা সীমান্তে প্রবেশ করে ইচ্ছামতো ভারতীয় সেনাদের হত্যা করছে। ভারত সরকার কোন পদক্ষেপই নিচ্ছে না।
তিনি বলেন, যদি পুনর্জন্ম বলে কিছু থাকে তাহলে আমি আবারো সেনা হিসেবে পৃথিবীতে এসে দেশ সেবা করতে চাই।
ইউনিভার্সিটি থেকে ড্রপআউপ হয়ে একযুগ আগে জীবিকার সন্ধানে বেঙ্গালুরুতে আসেন সান্তোষ। পরে বিভিন্ন কোম্পানিতে বিক্রয়কর্মী হিসেবে কাজ করে চার বছর আগে এই জুতা কোম্পানিতে যোগ দেন।
ব্যাচেলর সান্তোষ জীবনের লক্ষ্যে পৌছতে না পারায় হতাশায় ভুগছিলেন। তার সহকর্মীরা পুলিশকে জানায়, সান্তোষ হতাশায় জুয়া ও নেশাগ্রস্থ হয়ে পড়েছিল।
সহকর্মীরা বলেন, সান্তোষ তার বৃদ্ধ বাবা-মাকে দেখভাল করতে না পারার কারণেও হতাশায় ছিল।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৩
কেএইচ/এসআরএস