ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শাটডাউনে আধিপত্য হারাবে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৩
শাটডাউনে আধিপত্য হারাবে যুক্তরাষ্ট্র!

ঢাকা: যুক্তরাষ্ট্রের সরকারি সেবাখাতে চলমান অচলাবস্থা ‘শাটডাউন’ দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক অঙ্গনে পরাশক্তি এই দেশটির অবস্থান ধরে রাখা কঠিন হয়ে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

ইন্দোনেশিয়ায় এশিয়া- প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতার (অ্যাপেক) সম্মেলনে যোগ দিয়ে জন কেরি এসব কথা বলেন।



তিনি বলেন, অতীতের যেমন কোন খারাপ সময় বেশিদিন স্থায়ী হতে পারেনি এবারও পারবে না। তিনি এশিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোন পরিবর্তন হবে না বলেও উল্লেখ করেন।

ইন্দোনেশিয়ার বালিতে এপেক সম্মেলনে কেরি আন্তর্জাতিক পরিমন্ডলে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা হ্রাসের কথাও জানান।

সম্প্রতি শাটডাউনের ধকল কাটাতে এশিয়া সফর বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কংগ্রেসে নতুন বাজেটে মতৈক্যে পৌছতে ব্যর্থ হওয়ার পর গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র অপরিহার্য নয় এমন সব সরকারি কার্যক্রম বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্র সরকার।

হাজার হাজার বিদেশি শ্রমিক কাজ বন্ধ হওয়ায় দেশে ফিরে গেছে। অনেকে কাজ করলেও বেতন পাচ্ছে না।

সংকটের কারণে যুক্তরাষ্ট্র- ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য সমঝোতা স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৩
কেএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।