ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

লিবিয়ায় বন্দুকধারীর হামলায় ১৫ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, অক্টোবর ৫, ২০১৩
লিবিয়ায় বন্দুকধারীর হামলায় ১৫ সেনা নিহত

ঢাকা: লিবিয়ার রাজধানী ত্রিপোলির কাছে সেনাবাহিনীর একটি তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে কমপক্ষে ১৫ জন সেনা সদস্যকে হত্যা করেছে বন্দুকধারীরা।

দেশটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, শনিবার দেশটির সাবেক প্রেসিডেন্ট মোয়াম্মার গাদ্দাফির সমর্থকদের সবচেয়ে শক্তঘাঁটি খ্যাত শহর বানি ওয়ালিদের কাছে ওই সেনা চৌকিতে হামলা চালায় অজ্ঞাত বন্দুকধারীরা।



দেশটির সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের মুখপাত্র আলি শেইখি জানান, বানি ওয়ালিদ ও তারৌনা শহরের মধ্যবর্তী শহরের একটি সেনা তল্লাশি চৌকিতে এ হামলা চালানো হয়।

তিনি জানান, সন্ত্রাসীরা ভারি অস্ত্রশস্ত্রসহ হামলা চালায়। হামলায় ১২ থেকে ১৫ সেনাসদস্য নিহত হয়েছে।

সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন হাসান আল-সাইদাহ জানিয়েছেন, হামলায় ১৫ সেনা নিহত ও ৫ সেনা আহত হয়েছেন।

এ হামলার দায়ী স্বীকার করেনি কেউ। এছাড়া, দেশটির কর্তৃপক্ষও এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কাউকে দোষারোপ করে বিবৃতি দেয়নি।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৩
এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।