কলকাতা: যাত্রা শুরু করলো পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রশাসনিক ভবন ‘নবান্ন’।
শনিবার আনুষ্ঠানিকভাবে এই ভবনের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী নতুন ভবনের সামনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এর পর পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত।
নতুন এ ভবনে মহাকরণের বেশির ভাগ দপ্তর সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর দপ্তরগুলো।
মহাকরণের প্রয়োজনীয় পরিমার্জনের পর আবার সেখানে দপ্তরলো ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আপাতত মহাকরণের যাবতীয় কাজ হাওড়া জেলার গঙ্গার তীরে নতুন এই ভবনেই করা হবে।
১৭০৬ সালে কলকাতার গোল দিঘির পাড়ে মহাকরণ বা রাইটার্স বিল্ডিং তৈরি হয়েছিল। মূলত ব্রিটিশ কোম্পানি তাদের করণিকদের কাজ করার জন্য এ বাড়ি তৈরি করেন। এ কারণে এই বাড়ির নাম হয় রাইটার্স (করণিক) বিল্ডিং।
শনিবার সকাল থেকেই নতুন ভবন সংলগ্ন গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছিল। হাওড়া ব্রিজের উপর ছিল ব্যাপক পুলিশি প্রহরা। গোটা এলাকাতেও ছিল যথেষ্ট উৎসাহ। আনেক উৎসাহী মানুষ এই নতুন প্রশাসনিক ভনের সামনে ভিড় জমান।
মন্ত্রীরা আনেকেই তাদের দপ্তরের কাজ এই ভবনে শুরু করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ভবনের ১৫ তলায় বসবেন বলে জানা গেছে।
শনিবার প্রথম এই ভবনে মন্ত্রিসভার একটি বৈঠক বসে। তবে জায়গার অভাবের জন্য বেশ কয়েকটি দপ্তরকে নতুন ভবনে আনা যায়নি।
বাংলাদেশ সময়: ০৬০৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৩
ভিএস/এএ/আরকে