ঢাকা: আফ্রিকার দু’টি দেশ সোমালিয়া ও লিবিয়ায় জঙ্গি নেতাদের ধরতে পৃথক অভিযান চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী (কমান্ডো)।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অভিযান চালিয়ে আল কায়েদার শীর্ষ নেতা আনাস আল-লিবিকে আটক করেছে মার্কিন কমান্ডোরা।
১৯৯৮ সালে কেনিয়া ও তানজানিয়ায় নিযুক্ত মার্কিন দূতাবাসে হামলার জন্য দায়ী করা হয়ে থাকে আনাস লিবিকে। এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের বিশেষ গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের ওয়ান্টেড লিস্টের শীর্ষস্থানীয় জঙ্গি নেতা। মূল নাম নাজি আবদুল-হামিদ আল-রুকাই হলেও আনাস আল-লিবি নামেই পরিচিত তিনি। তার মাথার বিনিময়ে পুরস্কার স্বরূপ ৫০ লাখ মার্কিন ডলার ঘোষণা করে এফবিআই।
আনাস লিবি’র স্বজন ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সকালেই রাজধানী ত্রিপোলির উপকণ্ঠ থেকে তাকে আটক করা হয়।
তার ভাই নাবিহ সংবাদ মাধ্যমকে বলেন, নিজের বাসভবনের পাশে তিনি যখন গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন তখন মার্কিন বিশেষ বাহিনীর তিনটি গাড়ি তাকে ঘিরে ফেলে এবং তার গাড়িটি বিধ্বস্ত করে দেয়। এরপর সঙ্গে থাকা বন্দুকটি জব্ধ করে তাকে আটক করে। তবে আটকের পর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এ ব্যাপারে কোনো পক্ষই কিছু জানায়নি।
মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, এই অভিযান লিবিয়া সরকারের অনুমতি নিয়েই চালানো হয়েছে। তবে এ ব্যাপারে লিবীয় কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে, সোমালিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে দেশটির জঙ্গি গোষ্ঠী আল-শাবাবের একজন শীর্ষস্থানীয় নেতাকে ধরতে অভিযান চালানো হয়েছে। তবে এই অভিযান ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। আল-শাবাবের ওই নেতার পরিচয় প্রকাশ করা না হলেও ধারণা করা হয়, গত মাসে নাইরোবির ওয়েস্টগেট শপিং মলে সন্ত্রাসী হামলার পেছনে তিনিই মূল পরিকল্পনা করেছেন।
সোমালিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী বারাবাতে বিশেষ অভিযানের কথা নিশ্চিত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।
পেন্টাগনের মুখপাত্র জর্জ লিটল বলেছেন, কমান্ডো বাহিনী আল-শাবাব সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে। তবে এর বেশি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন তিনি।
এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দেশটির সংবাদ মাধ্যমগুলো প্রাথমিক প্রতিবেদনে জানায়, মার্কিন নৌবাহিনীর সদস্যরা ভোরেই সন্দেহভাজন জঙ্গি নেতাকে আটক করেছে বা হত্যা করেছে। অবশ্য, পরে ওই কর্মকর্তা কাউকে আটক করার কথা অস্বীকার করেন এবং অভিযান ব্যর্থ হওয়ার কথা স্বীকার করে নেন।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৩
এইচএ/বিএসকে