ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

২০ লাখ ‌`সাইবার পুলিশ`র নজরদারিতে চীনের ইন্টারনেট!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৩
২০ লাখ ‌`সাইবার পুলিশ`র নজরদারিতে চীনের ইন্টারনেট!

ঢাকা: চীন সরকারের প্রায় ২০ লাখ কর্মী জনসাধারণের ইন্টারনেট কার্যক্রমের ওপর সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেইজিং নিউজের উদ্ধৃতি দিয়ে রোববার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।



বেইজিং নিউজ জানায়, সরকারি কর্মীদের বেশিরভাগই দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম ও মাইক্রোব্লগিং সাইটগুলোতে প্রতিদিন পোস্ট হওয়া ক্ষুদে বার্তা (মেসেজ) পর্যবেক্ষণ করে যাচ্ছেন।

ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এবং সরকারের কার্যক্রম নিয়ে যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অস্থিরতা দমানো যায়, সে কৌশলেই কাজ করছেন তারা।

বেইজিং নিউজ আরও জানায়, এই ‘ওয়েব পুলিশ’ সরকারের পক্ষে ইতিবাচক কার্যক্রমকে প্রচারণার ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে।

পর্যবেক্ষণ বাহিনীর বহর এতো বিশাল হওয়া সত্ত্বেও সরকারবিরোধী সমালোচনা ঠেকানো যায় না বলে জানায় বেইজিং নিউজ। সংবাদ মাধ্যমটির মতে, অনেক কঠোর বিধি-নিষেধ সত্ত্বেও প্রায় ২০ লাখ কর্মীর নজর ফাঁকি দিয়ে সরকারের কট্টর সমালোচনা করে পোস্ট প্রকাশ হয়ে যায়।

বেইজিং নিউজ জানায়, কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন সরকারের ওপর নেতিবাচক প্রভাব পড়ে এমন কোনো রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা যাতে ছড়িয়ে না পড়তে পারে, সেজন্যও চীনের সেন্সরশিপ কর্তৃপক্ষ ইন্টারনেট কার্যক্রমের ওপর সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।

২০১০ সালের শেষ দিকে আরব অঞ্চলের দেশগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে সরকারবিরোধী যে গণবিস্ফোরণ হয়, তার প্রভাব চীনে পড়ার আশঙ্কায় সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটার নিষিদ্ধ করে রেখেছে দেশটির কর্তৃপক্ষ।

এছাড়া, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির নেতা ওয়েন জিয়াবাও প্রায় দুইশ’ ৭০ কোটি মার্কিন ডলার মূল্যমানের সম্পদ আত্মসাৎ করেছেন মর্মে গত বছর একটি সংবাদ প্রকাশ করায় মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসকে নিষিদ্ধ করে চীনা কর্তৃপক্ষ।

সাম্প্রতিক মাসগুলোতে জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট ‘সিনা ওয়েইবো’র ব্যবহারে কঠোর বিধি-নিষেধের ওপর আরও কড়াকড়ি আরোপ করে দেশটির সরকার।

এছাড়া, অনলাইনে ‘গুজব’ ছড়ানোর অভিযোগে কয়েকশ’ জনপ্রিয় ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টকে গ্রেফতার করে। সম্প্রতি দেশটির সুপ্রিম কোর্ট ‘ইন্টারনেটে কেউ ‘কুৎসা’ রটনা করলে তাকে ৩ বছর কারাভোগ করতে হতে পারে’ মর্মে নির্দেশ জারি করেন।

উল্লেখ্য, বিশের সবচেয়ে জনবহুল দেশটিতে প্রায় ৫০ কোটি লোক ইন্টারনেট ব্যবহার করেন।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৩
এইচএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।