ঢাকা: আফগানিস্তানে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহকারী বাহিনীর (ইসাফ) ৪ সৈন্য নিহত হয়েছে।
ইসাফের দেওয়া বিবৃতির উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রোববার সকালে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে জঙ্গি ঘাঁটিকে লক্ষ্য করে অভিযান চালানোর সময় শত্রুপক্ষের হামলায় ইসাফের ৪ সৈন্য নিহত হয়।
তবে, নিহত এসব সৈন্য কোন দেশের নাগরিক এ ব্যাপারে কিছু জানায়নি ইসাফ। এছাড়া, সংগঠনটির নীতি অনুসারে এ ঘটনার পূর্ণ কোনো বিবরণও দেওয়া হয়নি।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বাহিনী অবস্থান করছে।
দেশটিতে তালেবানের নেতৃত্বাধীন জঙ্গি গোষ্ঠীর কার্যক্রম দমনে প্রায় ৭৮ হাজার ন্যাটো সৈন্য অবস্থান করছে।
বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৩
এইচএ/আরআইএস