ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মুরসি সমর্থক ও বিরোধীদের বিক্ষোভের ডাক, উৎকণ্ঠা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৩
মুরসি সমর্থক ও বিরোধীদের বিক্ষোভের ডাক, উৎকণ্ঠা

ঢাকা: ১৯৭৩ সালের ‍আরব-ইসরায়েল যুদ্ধের ৪০তম বার্ষিকী উপলক্ষে পাল্টাপাল্টি বিক্ষোভের ডাক দিয়েছে মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ও বিরোধীরা। এ নিয়ে দেশটিতে ফের উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।



সেনা অভ্যুত্থানবিরোধী মুরসি সমর্থকরা রোববার রাজধানী কায়রোর ঐতিহাসিক তাহরির স্কয়ার দখলের ডাক দিয়েছে। এ জন্য তাহরির স্কয়ারের চারদিক থেকে পাঁচটি স্পট থেকে বিক্ষোভ মিছিল শুরু করবে তারা।

অন্যদিকে, তাহরির স্কয়ারে পাল্টা সমাবেশের ডাক দিয়েছে সেনাঅভ্যুত্থানের সমর্থক দেশটির বিরোধীদলগুলো। তবে, ঐতিহাসিক এই চত্বরটিকে ঘিরে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে দেশটির সেনাবাহিনী।

রাজনীতি বিশ্লেষকরা হুঁশিয়ারি দিয়ে বলছেন, একই স্থানে দু’পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে দেশটিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি করবে।

তবে মিশরের সেনা কর্তৃপক্ষ শনিবার সতর্ক করে দিয়ে বলেছে, যেকোনো ধরনের সহিংস বিক্ষোভ দমাতে প্রশাসন বদ্ধপরিকর।

সেনাসমর্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, মুসলিম ব্রাদারহুডের কর্মীদের পক্ষ থেকে রাষ্ট্রের সম্পদ বিধ্বংসী যেকোনো সহিংসতা দমন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দৃঢ়প্রতিজ্ঞ।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৩
এইচএ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।