ঢাকা: আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে নিযুক্ত নিরস্ত্রীকরণ বিশেষজ্ঞরা সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস শুরু করেছেন।
অস্ত্র ধ্বংস পর্যবেক্ষণ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো রোববার জানিয়েছে, আন্তর্জাতিক রাসায়নিক নিরস্ত্রীকরণ বিষয়ক সংস্থা ওপিসিডব্লিউ’র একটি বিশেষজ্ঞ দল রাসায়নিক অস্ত্র ধ্বংসের এই অভিযান শুরু করেছে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথভাবে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসের ব্যাপারে একটি প্রস্তাবে ঐকমত্য পোষণ করার পর এই অভিযান শুরু হলো।
নাম প্রকাশে অনিচ্ছুক ওপিসিডব্লিউ’র একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাসায়নিক অস্ত্র যাচাই ও ধ্বংস প্রক্রিয়া শুরুর পর বিশেষজ্ঞ দলটি ইতোমধ্যে ঘটনাস্থল ত্যাগ করেছে।
তিনি জানান, রোববার থেকে শুরু হয়ে রাসায়নিক অস্ত্রগুলো ধ্বংস করা পর্যন্ত এই অভিযান চলবে।
গত ২১ আগস্ট দামেস্কের উপকণ্ঠে রাসায়নিক অস্ত্র হামলায় প্রায় কয়েকশ’ মানুষ নিহত হওয়ার পর সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস, এমনকি দেশটির সরকারকে মোক্ষম জবাব দেওয়ার দাবি ওঠে আন্তর্জাতিক মহলে।
তবে রাশিয়া ও চীনের বিরোধিতার মুখে সিরিয়ায় অভিযানের পরিকল্পনা করেও পিছু হটে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্র দেশগুলো।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দাবি, দামেস্কে ওই প্রাণঘাতী রাসায়নিক অস্ত্র হামলার পেছনে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বাহিনীই দায়ী।
অবশ্য, এ ব্যাপারে যুক্তরাষ্ট্র যেমনি অকাট্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি, তেমনি বাশার আল-আসাদ সরকারও এ হামলার জন্য বিরোধীদের দায়ী করে আসছে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৩
এইচএ/জেসিকে