ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালালাকে রাজপ্রাসাদে আমন্ত্রণ ব্রিটেনের রানির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৩
মালালাকে রাজপ্রাসাদে আমন্ত্রণ ব্রিটেনের রানির

ঢাকা: পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী ও কিশোরী ব্লগার মালালা ইউসুফজাইয়ের সাহসিকতা ও গুণে মুগ্ধ হয়ে তাকে রাজপ্রাসাদে (বাকিংহাম প্যালেস) আমন্ত্রণ জানিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।

রানির এই আমন্ত্রণের খবর শান্তিতে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী হিসেবে মালালার নাম ঘোষণার সম্ভাবনা নিয়ে শুরু হওয়া জল্পনাতে নতুন হাওয়া দিচ্ছে।

এ সপ্তাহের শেষ দিকে শান্তিতে নোবেলজয়ীর নাম ঘোষণা করার কথা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম সানডে টাইমস জানিয়েছে, মালালার সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে রাজপ্রাসাদে দাওয়াত গ্রহণ করার জন্য জন্য যুক্তরাজ্যে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার বাবদ আমন্ত্রণপত্র পাঠিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

নারীশিক্ষার পক্ষে সাহসী বক্তব্য রেখে গত বছরের অক্টোবরে তালেবানদের গুলিতে মারাত্মক আহত হন মালালা। পাকিস্তানে চিকিৎসা শেষে সরকারি উদ্যোগে যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয় মালালাকে। কয়েকমাস আগে অস্ত্রোপচার ও দীর্ঘ চিকিৎসা শেষে সেরে ওঠেন তিনি।

বর্তমানে যুক্তরাজ্যের একটি স্কুলে পড়াশোনা করছেন মালালা। তার বাবা ইউসুফজাই দেশটির হাইকমিশনে শিক্ষা বিষয়ক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

তালেবানদের গুলিতে আহত হওয়ার পর মালালাকে গতবছরই শান্তিতে নোবেল দেওয়ার জোর দাবি ওঠে। তবে সেবার এই সম্মানজনক পুরস্কার না পেলেও জাতিসংঘ কর্তৃক সাহসী কন্যার খেতাব প্রাপ্ত মালালা এ বছরই নোবেলজয়ী খেতাব পেয়ে যেতে পারেন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৩/আপডেট ১৮২০ ঘণ্টা
এইচএ/এসআরএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।