ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আর্জেন্টিনার প্রেসিডেন্টের মস্তিষ্কে রক্তক্ষরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৩
আর্জেন্টিনার প্রেসিডেন্টের মস্তিষ্কে রক্তক্ষরণ

ঢাকা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজের মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে কমপক্ষে এক মাস বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

ক্রিস্টিনা ফার্নান্দেজের মুখপাত্র আলফ্রেডো সোসিমারো এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে ফার্নান্দেজের অসুস্থতার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

জাতীয় টেলিভিশনে আলফ্রেডো সোসিমারো জানান, ১২ আগস্ট ‘মাথায় আঘাত’ সংক্রান্ত সমস্যায় ভুগেছিলেন প্রেসিডেন্ট।

ফার্নান্দেজের চিকিৎসদের সই করা একটি বিবৃতির বরাত দিয়ে আলফ্রেডো সোসিমারো বলেন, গত আগস্টে মাথায় আঘাতের পর চিকিৎসকেরা প্রেসিডেন্টের  মস্তিষ্ক সিটি স্ক্যান করেছেন এবং তারা কোনো সমস্যা দেখতে পাননি। এরপর তার কোনো সমস্যা ছিলো না।

তিনি জানান, কিন্তু অস্বাভাবিক হৃদস্পন্দনের কারণে শনিবার হাসপাতালে পরীক্ষা করার জন্য গেলে সমস্যা ধরা পড়ে। প্রেসিডেন্টের মাথা ব্যথা করছে। চিকিৎসকরা আবারও তার মস্তিষ্ক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। চিকিৎসকেরা বলেছেন, তিনি সাবডুরাল হেমাটোমায় আক্রান্ত (মস্তিস্ক ও মাথার খুলির মধ্যে রক্তক্ষরণজনিত সমস্যা)।

তবে ফার্নান্দেজ প্রেসিডেন্ট প্রাসাদে থেকে দেশ পরিচালনা করবেন না আনুষ্ঠানিকভাবে চিকিৎসা ছুটি নেবেন কিংবা ভাইস প্রেসিডেন্ট আমাদো বৌদুর কাছে দায়িত্ব হস্তান্তর করবেন সে সম্পর্কে তার মুখপাত্র স্পষ্ট কিছু বলেননি।

জানা গেছে, ফার্নান্দেজ দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপে ভোগেন এবং মাঝে মাঝে তাকে কয়েক দিন করে বিশ্রাম নিতে হয়। গত বছর ক্যান্সার ধরা পড়ার পর তার থাইরয়েড গ্রন্থি অপসারণ করা হয়। তবে পরে পরীক্ষায় দেখা যায়, তিনি ক্যান্সারে আক্রান্ত নন।

আর্জেন্টিনার আইনসভা কংগ্রেসের প্রাথমিক নির্বাচনে ফার্নান্দেজের বিরোধীরা এগিয়ে রয়েছে। ১১ আগস্ট এ নির্বাচন হয়। ২৭ অক্টোবর দ্বিতীয় দফার নির্বাচন উপলক্ষে প্রচারণা চালাচ্ছেন ফার্নান্দেজ। এ নির্বাচনে বিজয়ীদের হাতে কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকবে। আর্জেন্টিনার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন ২০১৫ সালে।

২০০৭ সাল থেকে আর্জেন্টিনার প্রেসিডেন্টের ‍দায়িত্ব পালন করছেন তিনি। তার স্বামী আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট নেস্টর কির্চনার ২০১০ সালে হার্টঅ্যাটাকে মারা যান।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৩
এসএফআই/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।