ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কেনিয়ার শপিংমলে ৪ হামলাকারীর পরিচয় সনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৩
কেনিয়ার শপিংমলে ৪ হামলাকারীর পরিচয় সনাক্ত

ঢাকা: কেনিয়ার রাজধানী নাইরোবি ওয়েস্টগেট শপিংমলে সন্ত্রাসী হামলাকারীদের ৪ জনের পরিচয় সনাক্ত করা গেছে। দেশটি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ওই চারজন হচ্ছেন খাত্তাব আল-কেনে, আবু বারা আল-সুদানি, ওমর নাভান ও উমায়ের।



উমায়ের দেশ জানা না গেলেও অন্য তিনজনের সম্পর্কে জানা গেছে। খাত্তাব আল-কেনে যুক্তরাষ্ট্রের, আবু বারা আল-সুদানি সুদানের এবং ওমর নাভান কেনিয়ার নাগরিক। খাত্তাব আল-কেনে সোমালীয় বংশোদ্ভূত মার্কিনি। তবে খাত্তাব আল-কেনে নামে যুক্তরাষ্ট্রে কেউ আছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম।

শপিংমলের গোপন ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে তাদের পরিচয় জানা গেছে। এতে দেখা যায়, মেশিনগান হাতে তার শপিংমলের একটি কক্ষের ভেতের ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন।

কেনিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর এমানুয়েল চিরশির বলেন, আমি নিশ্চিত করছি তারা সন্ত্রাসী। অভিযানে তারা নিহত হয়েছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, চার জনই শপিংমলের একাংশ ধসে পড়ে মারা গেছেন। পুরে যাওয়া মরদেহ উদ্ধারের পর ডিএনএ পরীক্ষা হচ্ছে।

নাম ও দেশ ছাড়া ওই চারজনের ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এছাড়াও ওয়েস্টগেট শপিংমলে চার দিনব্যাপী ওই সন্ত্রাসী হামলায় কতজন অংশ নিয়েছিল তা এখনও অস্পষ্ট রয়ে গেছে।

হামলার দ্বিতীয় দিনে কেনিয়ার কর্তৃপক্ষ জানিয়েছিল, ১০ থেকে ১৫ জন ‍হামলায় অংশ নিয়েছে।

কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমিনা মোহামেদ জানিয়েছেন, কেনিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে হামলাকারীরা এসেছে। আমাদের কাছে তথ্য আছে, যুক্তরাষ্ট্র থেকে আসা হামলাকারীদের বয়স ১৮ বা ১৯ হবে।

তিনি বলেন, বংশগতভাবে তারা সোমালি কিন্তু যুক্তরাষ্ট্রের মিন্নেসোতা বা অন্য কোনো অঞ্চলে বসবাস করত তারা।

হামলার পঞ্চম দিনে কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনেয়াত্তা বলেন, সেনাবাহিনীর হাতে ৫ সন্ত্রাসী নিহত হয়েছে। হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১১ জন হাজতে রয়েছে।

হামলার দায় স্বীকার করেছে সোমালিয়ার জঙ্গিগোষ্ঠী আল-শাবাব। আল-শাবাব সূত্র জানিয়েছে, ওই হামলায় যুক্তরাষ্ট্র থেকে তিনজন, সোমালিয়া থেকে দুজন এবং কানাডা, ফিনল্যান্ড, কেনিয়া ও যুক্তরাজ্য থেকে একজন করে অংশ নিয়েছিল।

২১ সেপ্টেম্বর নাইরোবির ওয়েস্টগেট শপিংমলে হামলা চালায় সোমালিয়ার সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব। ওই হামলায় ৭২ জন নিহত ও অনেকে আহত হয়।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৩
এসএফআই/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।